Ritika on Rohit: গাওস্করের বিরুদ্ধে গিয়ে সন্তানসম্ভবা রোহিতের পাশে দাঁড়ানোয় ফিঞ্চকে স্যালুট স্ত্রী রীতিকার
Border-Gavaskar Trophy: সন্তানসম্ভাবা রোহিত শর্মা বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রথম দুই টেস্টে নাও খেলতে পারেন বলে খবর।
নয়াদিল্লি: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে লজ্জার হোয়াইটওয়াশ। টেস্ট ইতিহাসে প্রথমবার ভারতীয় দল ঘরের মাঠে তিন বা ততোধিক টেস্টের সিরিজ়ে হোয়াইটওয়াশ হয়েছে। এই হতাশাজনক হারের ফলে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ ঘিরেও সংশয় রয়েছে। সামনেই আবার অস্ট্রেলিয়া সিরিজ়। সেই সিরিজ়ের মাধ্যমে টেস্টের বেস্ট হওয়ার লড়াইয়ে ভারতীয় দল নামতে পারবে কি না, তা নির্ভরশীল।
এরই মাঝে আবার খবর অনুযায়ী বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টে খেলবেন না রোহিত শর্মা। তিনি ও তাঁর স্ত্রী রীতিকি সাজদে দ্বিতীয়বার বাবা, মা হতে চলেছেন বলে খবর। এমন পরিস্থিতিতে রোহিত তাঁর স্ত্রীর পাশে থাকবেন বলে নিজের সিদ্ধান্তের কথা নাকি বোর্ডকেও জানিয়ে দিয়েছেন। তবে রোহিতের এই সিদ্ধান্তে সুনীল গাওস্কর একেবারেই খুশি নন। তিনি দাবি করেছেন রোহিত প্রথম দুই টেস্ট না খেললে, গোটা সিরিজ়ের জন্য ভারত যেন নতুন অধিনায়ক নির্বাচিত করে।
গাওস্কর বলেন, 'যদি ব্যক্তিগত কোনও কাজ থেকে, তাহলে সেটা কর। কেউ যদি সিরিজ়ের তিন ভাগের দুই ভাগ ম্যাচই না খেলে, তাহলে সেই সিরিজ়ে তাঁকে শুধুমাত্র খেলোয়াড় হিসাবেই পাঠানো উচিত। সহ-অধিনায়ককে এই সফরে অধিনায়ক নির্বাচিত করা হোক। সবসময় ভারতীয় ক্রিকেটকে সবার আগে রাখা উচিত। যদি নিউজ়িল্যান্ড সিরিজ় আমরা ৩-০ জিততাম, সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছিল। যেহেতু ৩-০ হেরেছি, তাই এই সময়ে আরও বেশি করে দলের একজন নেতাকে প্রয়োজন। সেই তো গোটা দলকে একত্রিত করবে। যদি শুরু থেকে সে নাই থাকে, তাহলে অন্য কাউকে অধিনায়ক করাই শ্রেয়।'
গাওস্করের এই মন্তব্যের সম্পূর্ণ ভিন্ন পথে গিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়ান বিশ্বজয়ী অধিনায়ক ফিঞ্চ দাবি করেন, 'আমি সানির সঙ্গে এই বিষয়ে একেবারেই সহমত নই। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক। বাড়িতে সন্তান আসছে, স্ত্রী সন্তানসম্ভবা, এমন এক মুহূর্তে যদি বাড়িতে কারুর পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছা হয়, তাহলে তাঁকে সেই সময়টা দেওয়া উচিত।'
ফিঞ্চের এই মন্তব্য দেওয়া এক ইনস্টাগ্রাম পোস্টেই রোহিত শর্মার স্ত্রী রীতিকা স্যালুট ইমোজি দেন। এই গোটা বিষয়টা একটা জিনিস কার্যত নিশ্চিত করে দিচ্ছে। দ্বিতীয়বার বাবা হচ্ছেন রোহিত এবং তিনি বর্ডার-গাওস্কর ট্রফির শুরু থেকে থাকবেন না। তাঁর অনুপস্থিতিতে টিম ম্যানেজমেন্ট ও ভারতীয় নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন, এবার সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পাঁচ বছরে মাত্র দুই সেঞ্চুরি, 'অন্য কেউ হলে দলে সুযোগও পেত না', কোহলিকে খোঁচা পন্টিংয়ের