Gautam Gambhir: সন্তানরাই আমার জগৎ, শিশুদিবসে মন জিতে নিল গুরু গম্ভীরের পোস্ট
Childrens Day: বৃহস্পতিবার দিনটি গম্ভীরের কাছে স্পেশ্যাল। কারণ, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর শিশু দিবস। আর সেদিন নিজের সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিলেন গুরু গম্ভীর।
পারথ: তিনি হয়তো মাঠে নেমে খেলবেন না। কিন্তু অস্ট্রেলিয়ার (India vs Australia) মাটিতে অগ্নিপরীক্ষা তাঁরও। কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পরই মধুচন্দ্রিমা পর্ব কেটে গিয়েছে নিউজ়িল্যান্ডের জোরাল ধাক্কায়। দেশের মাটিতে প্রথমবার ৩ টেস্ট ম্যাচের সিরিজে ০-৩ পরাস্ত হয়েছে ভারত। লজ্জার যে অধ্যায়ে ভারতীয় দলের কোচ হিসাবে তাঁর নামি নথিবদ্ধ রয়েছে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিপর্যয় গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিং কেরিয়ারের অন্যতম বড় ধাক্কা, বলার অপেক্ষা রাখে না।
যে ধাক্কা কাটিয়ে ওঠার সবচেয়ে বড় মঞ্চ হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত জিততে পারলে শুধু যে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পরাজয়ের কালিমা কিছুটা হলেও ঘুচবে তাই নয়, ইতিহাস গড়বে ভারত। পরপর তিনবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরবে টিম ইন্ডিয়া।
তবে এরপরেও বৃহস্পতিবার দিনটি গম্ভীরের কাছে স্পেশ্যাল। কারণ, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর শিশু দিবস। আর সেদিন নিজের সন্তানদের সঙ্গে ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিলেন গুরু গম্ভীর। নিজের দুই মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন গম্ভীর। সঙ্গে লিখেছেন, 'আমার সন্তানরাই আমার জগৎ।'
View this post on Instagram
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগেই বারবার বাগযুদ্ধে জড়াচ্ছেন ভারতীয় দলের কোচ গম্ভীর। বিরাট কোহলিকে নিয়ে সম্প্রতি কড়া মন্তব্য করেছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। তাতেই রেগে গিয়েছিলেন গৌতম গম্ভীর। ভারতের কোচ প্রশ্ন তুলেছিলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার হয়েও কেন কোহলিকে নিয়ে এত চিন্তিত পন্টিং! পরে গম্ভীরকে জবাব দেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। গম্ভীরকে 'বদরাগী চরিত্র' হিসাবে উল্লেখ করেন পন্টিং। যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তনী ব্রেট লি পন্টিংয়ের সমালোচনা করেছেন। জানিয়েছেন, বিরাটের সমালোচনা করে আদপে তাঁকে তাতিয়ে দিচ্ছেন পন্টিং। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাড়তি উদ্যম নিয়ে ঝাঁপাবেন কোহলি। তাই অস্ট্রেলিয়া শিবিরকে আগাম সতর্ক করে দিয়েছেন ফাস্টবোলার ব্রেট লি।
আরও পড়ুন: এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ, পা মাটিতে রেখে চলতে চান বাংলার পেসার যুধাজিৎ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।