IND vs NZ: দুর্বল বাংলাদেশ সিরিজ ছাড়া নেই কোনও সাফল্য, গম্ভীরের কোচিং কেরিয়ারও কি সঙ্কটে?
Gautam Gambhir: ভারতীয় দলের কোচ হওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার দায়িত্ব নিয়ে গিয়েছিলেন গম্ভীর। সেখানে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল লঙ্কা বাহিনীকে হোয়াইটওয়াশ করে দেয়।
মুম্বই: বছরের শুরুর দিকে আইপিএলে যখন কেকেআর চ্যাম্পিয়ন হল, তখন তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যাচ্ছিল। দ্রাবিড় পরবর্তী ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ হওয়ার দৌড়ে শুধু এগিয়েই ছিলেন না, ঘোষণা হওয়ার আগেই তাঁকেই কোচ হিসেবে দেখছিলেন অনেকেই। অথচ মাঝে ৫ মাস কাটতেই গল্পে নতুন মোড় এসেছে। গম্ভীরের কোচিং ও একের পর সিরিজ ভারতের হারের জন্য এখন কাঠগড়া তোলা হচ্ছে ভারতের বিশ্বজয়ী প্রাক্তন ওপেনারকেই। কোচ হিসেবে গম্ভীরকে আর দেখতে চাইছেন না অনেক ক্রিকেটপ্রেমীই। বিশেষ করে কিউয়িদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর কেকেআরের প্রাক্তন মেন্টরের কোচিং কেরিয়ারও কিন্তু সঙ্কটের মুখেই।
ভারতীয় দলের কোচ হওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার দায়িত্ব নিয়ে গিয়েছিলেন গম্ভীর। সেখানে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল লঙ্কা বাহিনীকে হোয়াইটওয়াশ করে দেয়। কিন্তু ওয়ান ডে সিরিজেই হারতে হয়। সেই সিরিজে রোহিত, কোহলি, সিরাজ, কুলদীপের মত তারকা ক্রিকেটাররা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ০-২ ব্যবধানে সিরিজ হারে ভারত।
এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। যদিও এই দুটো সিরিজেই জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। এমনকী হোয়াইটওয়াশও করে প্রতিপক্ষকে। তবে কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ফের হার। শুধু হারই নয়। একেবারে হোয়াইটওয়াশ। তিনটি ম্য়াচের একটি ম্য়াচেও ব্য়াটে-বলে দলগতভাবে দাপট দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে রিপোর্ট কার্ডে কিন্তু বাংলাদেশ সিরিজ ছাড়া পারফরম্য়ান্স গ্রাফ কিন্তু 'জিরো' গম্ভীরের জন্য।
অর্থাৎ কোচ হিসেবে গম্ভীরের রিপোর্ট কার্ড দেখলে একটা বিষয় পরিষ্কার যে কুড়ির ফর্ম্য়াটে সাফল্য পেলেও ক্রিকেটে দুটো দীর্ঘ ফর্ম্য়াটে ওয়ান ডে ও টেস্টে কিন্তু এখনও নাকানিচোবানি খাচ্ছেন তিনি। বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারত সূর্যকুমার যাদবের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ খেলবে চার ম্য়াচের। কিন্তু সেখানে গম্ভীর যাবেন না। আসলে চাপ অনুভব করছেন তিনিও। তাই আগে থেকেই রোহিতদের সঙ্গে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন তিনি। সেখানকে কামিন্স, হ্যাজেলউড, স্টার্কদের মোকাবিলা করা যে কঠিন চ্যালেঞ্জ, তা ভাল মতই জানেন তিনি।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভার-অস্ট্রেলিয়া বর্ডার-গাওস্কর ট্রফি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল এমনিতেই দুইয়ে নেমে গিয়েছে ভারত। অজিদের বিরুদ্ধে চারটি টেস্ট জিততেই হবে। কাজটা কঠিন। এখন দেখার গম্ভীর বাহিনী কেমন পারফর্ম করে ওখানে।