Cheteshwar Pujara Retirement: পূজারার অবসরের পরই সোশ্য়াল মিডিয়ায় চূড়ান্ত বিদ্রুপের মুখে গম্ভীর
Gambhir On Pujara: ৩৭ বছরের পূজারা তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১০৩টি টেস্ট খেলেছেন। ৫টি ওয়ান ডে তেও নেমেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পূজারার।

নয়াদিল্লি: রবিবারই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চেতেশ্বর পূজারা। ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকেই সরে আসার কথা ঘোষণা করেছেন সৌরাষ্ট্রের তারকা ব্যাটার। আর পূজারার অবসরের পর তাঁকে আগামীর শুভেচ্ছা জানিয়েছিলেন গৌতম গম্ভীর। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ ও প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় ওপেনারকে সোশ্য়াল মিডিয়ায় বিদ্রুপের শিকার হতে হচ্ছে।
পূজারা ২৪ আগস্ট অবসর নেওয়ার পর গম্ভীর তাঁর সোশ্য়াল মিডিয়া পোস্টে লিখেছিলেন, ''ঝড়ের মাঝে ও সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত। যখন সকলে আশাহত হয়ে পড়ত, তখন ও লড়াই করত। অভিনন্দন পূজি।''
View this post on Instagram
এই পোস্টের প্রত্যুত্তরেই পাল্টা গম্ভীরকে খোঁচা দিয়েছেন অনেকেই। কেউ কেউ তো বলছেন, আপনি কবে অবসব নেবেন?
He stood tall when the storm raged, he fought when hope was fading. Congratulations Pujji 🇮🇳@cheteshwar1 pic.twitter.com/0Tj836uoO9
— Gautam Gambhir (@GautamGambhir) August 24, 2025
Why didn't you select and play him when he was so good according to you?
— CA Anurag Sharma (@caanuragwriter) August 24, 2025
when are you retiring from being a coach
— Madbruiser (@Madbruiser) August 24, 2025
৩৭ বছরের পূজারা তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১০৩টি টেস্ট খেলেছেন। ৫টি ওয়ান ডে তেও নেমেছেন। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পূজারার। টেস্ট ফর্ম্যাটে ৭১৯৫ রান করেছেন। মোট ১৯টি শতরান ও ৩৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন টেস্ট ফর্ম্য়াটে। ঘরের মাঠে মোট ৩৮৩৯ রান করেছেন পূজারা। তিন নম্বর পজিশনে টেস্টে ভারতীয় ব্যাটিংয়ের দীর্ঘদিনের স্তম্ভ ছিলেন পূজারা। দেশে ও বিদেশের মাটিতে ভারতীয় দলের একাধিক টেস্ট জয়ের নেপথ্য কারিগর ছিলেন পূজারা।
দীর্ঘদিন ধরেই টেস্ট দল থেকেও বাইরে ছিলেন। ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাই পূজারার শেষ টেস্ট ছিল। দেশের জার্সিতে সুযোগ না পেলেও কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলেছেন পূজারা সম্প্রতি। এমনকী সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন এই বছর। কিছুদিন আগেই সৌরাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল এবারের রঞ্জি খেলতে পারেন পূজারা।




















