Glenn Maxwell injury: শেফিল্ড শিল্ডের ম্যাচে কবজিতে চোট ম্য়াক্সওয়েলের, ওয়ান ডে সিরিজের আগে চিন্তা বাড়ল অস্ট্রেলিয়ার
কবজিতে চোট পেলেন অজি তারকা অলরাউন্ডার। স্লিপে দাঁড়িয়েছিলেন তিনি। ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বল তাঁর কবজিতে লাগে বেকায়দায়।
সিডনি: চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে শেফিল্ড শিল্ডের (Sheffield Shield) টুর্নামেন্টে খেলতে নেমে ফের চোট পেলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। মেলবোর্নে (Melbourne) ভিক্টোরিয়ার (Victoria) হয়ে খেলতে নেমে কবজিতে চোট পেলেন অজি তারকা অলরাউন্ডার। স্লিপে দাঁড়িয়েছিলেন তিনি। ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বল তাঁর কবজিতে লাগে বেকায়দায়।
সেই মুহূর্তেই টিমের মেডিক্যাল স্টাফরা এসে ম্যাক্সওয়েলের প্রাথমিক চিকিৎসা করেন। যদিও এরপর ম্যাক্সওয়েল মাঠের বাইরে বেরিয়ে যান। ভিক্টোরিয়া শিবিরের তরফে এখনও পর্যন্ত অবশ্য জানানো হয়নি যে আদৌ ম্য়াক্সওয়েল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারবেন কি না। লাল বলের ক্রিকেটে চার বছর পর ফিরে পাঁচ রান করে আউট হয়ে গিয়েছিলেন। যদিও ভিক্টোরিয়া প্রিমিয়ার লিগে অর্ধশতরান হাঁকান ম্যাক্সওয়েল।
পা ভেঙে যাওয়ার জন্য বিগ ব্যাশে খেলতে পারেননি ম্য়াক্সওয়েল। আশা করা যাচ্ছিল যে আগামী মাসে ওয়ান ডে সিরিজে ভারতের বিরুদ্ধে দলে সুযোগ পাবেন ম্যাক্সওয়েল। কিন্তু কবজির চোট কোনও না কোনওভাবে চিন্তা বাড়াবে অজি শিবিরের। যদিও এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া কোনও ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করেনি।
বর্ডার-গাওস্কর ট্রফি খোয়াতে হয়েছে। চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গিয়ে ট্রফি নিজেদের দখলে আনতে পারেন অজি শিবির। আগের বার বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। যার ফলে এবারের সিরিজে বাকি ২ টেস্টে ভারত হেরে গেলেও সিরিজ তাঁদের দখলেই থাকবে। কিন্তু এরপর আরও বড় ধাক্কা অজি শিবিরে। প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দেশে ফেরার বিমান ধরছেন আরও ৫ জন। কোনও না কোনওভাবে চোটের কবলে পড়েছেন। তারাও দেশে ফিরে যাচ্ছেন।
কে কে রয়েছেন সেই তালিকায়
প্যাট কামিন্স (ব্য়ক্তিগত কারণ)
জস হ্যাজেলউড (অ্যাকিলিস ইনজুরি)
অ্যাস্টন অগার (জ্বর)
ডেভিড ওয়ার্নার (কনুইয়ে চোট)
টড মার্ফি (সাইড স্ট্রেন)
মিচেল সোয়েপসন (আগেই ফিরে গিয়েছেন)
ল্যান্স মরিস
ম্যাট রেনেশঁ
এই তালিকায় নবতম সংযোজন রেনেশঁ। ওয়ার্নার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চোট পেয়েছিলেন। তাঁর কনকাশন হিসেবেই মাঠে নেমেছিলেন রেনেশঁ। কিন্তু ব্য়াট হাতে ব্যর্থ হন তিনি। আগামী ম্যাচে যদিও রেনেশঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে ক্যামেরন গ্রিনকে একাদশে দেখা যেতে পারে। চোট সারিয়ে তিনিই নামবেন আগামী ম্যাচে সেক্ষেত্রে। নেটে অনুশীলনও শুরু করে দিয়েছেন গ্রিন।