Shubhman Gill: টি-টোয়েন্টি থেকে ছেঁটে ফেলার দাবি উঠছে দেশজুড়ে, গিলের পাশে দাঁড়িয়ে পাল্টা খোঁচা নেহরার
IND vs SA: প্রথম ম্য়াচে ৪ রান করেছিলেন। দ্বিতীয় ম্য়াচে খাতাই খুলতে পারেননি। গত ১০ ইনিংসে এই ফর্ম্য়াটে দেশের জার্সিতে মাত্র ১৮১ রান করেছেন।

বঢোদরা: কুড়ির ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে সেভাবে এখনও জ্বলে ওঠেননি। দেশের জার্সিতে ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। কিন্তু এখনও পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি। চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজেও প্রথম দুটো ম্য়াচেই ব্যর্থ হয়েছেন। প্রথম ম্য়াচে ৪ রান করেছিলেন। দ্বিতীয় ম্য়াচে খাতাই খুলতে পারেননি। গত ১০ ইনিংসে এই ফর্ম্য়াটে দেশের জার্সিতে মাত্র ১৮১ রান করেছেন। স্ট্রাইক রেট ১৪০-এর নীচে নেমে গিয়েছে। দেশজুড়ে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার দাবি উঠছে।
আইপিএলে গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরা। আবার এই ফ্র্যাঞ্চাইজিরই ক্যাপ্টেন শুভমন। নেহরা বলছেন, ''আমি গিলের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নই। তিন মাস তো দূর, তিন সপ্তাহও যদিও দূরে থাকে আইপিএলের, তবুও আমি চিন্তা করব না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র দুটো ম্য়াচ খেলা হয়েছে। এটাই আমাদের সমস্যা। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, মাত্র দুটো ম্য়াচের ওপর নির্ভর করে যদি শুভমন গিলের মত কোনও প্লেয়ারকে সমালোচিত হতে হয়, তাহলে কিছুই বলার নেই।''
অনেকেই শুভমন গিলকে সরিয়ে সঞ্জু স্যামসনকে খেলানোর দাবি তুলেছেন। নেহরা মজা করে বলছেন, ''যদি বিকল্পের কথাই বলা হয়, তাহলে তো অনেক বিকল্প রয়েছে। আপনি অভিষেক ও শুভমনকে সরিয়ে সাই সুদর্শন ও রুতুরাজকে দিয়ে ওপেন করাতে পারেন। আবার তাঁরাও ব্যর্থ হলে তো ওয়াশিংটন সুন্দর ও ঈশান কিষাণকে দিয়ে ওপেন করাতে পারেন। সেক্ষেত্রে তো অনেক বিকল্প রয়েইছে।''
ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনের পাশে টিম ম্য়ানেজমেন্টও
শুভমন বা সূর্যকুমার, কেউই বিগত এক বছরে টি-টোয়েন্টি অর্ধশতরান হাঁকাতে পারেননি। এই সিরিজ়ে দুইজনে মিলে দুই ম্যাচে মোট ২১ রান করেছেন। গিল নিজের শেষ ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে মাত্র ২৩.৯০ গড়ে ২৬৩ রান করেছেন। তবে গিলের স্বপক্ষে যুক্তি দিয়ে ভারতীয় দলের সহকারী কোচ দুশখাতে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, 'প্রথম ম্যাচে আমরাই ছেলেদের বলেছিলাম পাওয়ার প্লেতে আক্রমণ কর এবং সত্যি বলতে কটকের পিচটাও ভাল ছিল না। তাই ওকে ওই আউটার জন্য় আমি ছাড় দিতে রাজি। আজকে ও দারুণ একটা বলে আউট হয়েছে, যেটা কেউ অফফর্মে থাকলে হয়েই থাকে।'
টেন দুশখাতে আরও যোগ করেন, 'আমরা চাই না যাতে ওর নিজের জায়গা পাওয়াটা প্রমাণ করতে হোক। আমরা চাই ও যেমন আইপিএলে স্বাধীনভাবে নিজের খেলাটা খেলে, সেটা যেন এখানেও ও খেলতে পারে। ওর ক্লাসটা জানি। ওর আইপিএল রেকর্ড দেখলে আমরা দেখতে পারব যে ও প্রতি মরশুমেই ৭০০, ৮০০, ৬০০ করে রান করে। আমরা ওর ক্লাসে ভরসা করি এবং আস্থা রাখি ও ভাল পারফর্ম করবে।' অধিনায়ক সূর্যকুমারের ক্ষেত্রেও টেন দুশখাতের গলায় আশার বাণী শোনা যায়। তিনি আশাবাদী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক ভাল পারফর্ম করবেন।




















