Hardik-Krunal Pandya: আইপিএলের মাঝে কোটি কোটি টাকার ক্ষতি হার্দিক-ক্রুণালের, আর্থিক জালিয়াতির জন্য গ্রেফতার তাঁদের দাদা
Hardik-Krunal Pandya brother arrested: হার্দিক ও ক্রুণালকে ব্যবসায় ৪.৩ কোটি টাকা ঠকানোর অভিযোগে গ্রেফতার তাঁদেরই দাদা।
মুম্বই: রমরমিয়ে চলছে আইপিএলে ১৭তম সংস্করণ। একদিকে যেখানে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন, সেখানে দাদা ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya) লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তবে আইপিএলের মাঝেই দুই পাণ্ড্য ভাই বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন। ক্রুণাল, হার্দিকের আরেক ভাই বৈভবের (Vaibhav Pandya) কর্মকাণ্ডেই দুই ভাইকে প্রায় ৪.৩ কোটি টাকার ক্ষতিপূরণের সম্মুখীন হতে হল।
এক রিপোর্ট অনুযায়ী, হার্দিক ও ক্রুণালের সৎ ভাই বৈভব এক পার্টনারশিপ ফার্মে ৪.৩ কোটি টাকার আর্থিক জালিয়াতি করেছেন, যার জেরে দুই পাণ্ড্যকে ভাইকে বিরাট ক্ষতির মুখে পড়তে হল। রিপোর্ট অনুযায়ী তিন ভাই মিলে তিন বছর আগে একটি পলিমার ব্যবসা শুরু করেছিলেন। ওই ব্যবসায় দুই ক্রিকেটার ভাই ৪০ শতাংশ করে মূলধন বিনিয়োগ করেন। বৈভব বাকি ২০ শতাংশ বিনিয়োগ করেছিলেন। বৈভবের কাঁধেই ব্যবসার প্রতিদিনের কাজকর্ম দেখার দায়িত্ব ছিল। বিনিয়োগ অনুযায়ীই লভ্যাংশও বন্টন হবে বলে নির্ধারিত ছিল। কিন্তু বৈভব তাঁর দুই ভাইকে না জানিয়েই ওই অর্থেই আরেকটি ব্যবসা চালু করেন। ফলে প্রাথমিকভাবে যা চুক্তি হয়েছিল, তা ভঙ্গ তো হয়ই, পাশাপাশি তিন কোটি টাকার ক্ষতিও হয়।
বৈভব ভাইদের অজান্তেই নিজের শেয়ার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ শতাংশ করে নেন। ফলে তড়তড় করে হার্দিক ও ক্রুণালের লভ্যাংশের পরিমাণ কমে। এর জেরেই বৈভবের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতারও করেছে। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা বৈভব পাণ্ড্যর বিরুদ্ধে দুর্নীতি তথা আর্থিক জালিয়াতি, চুক্তি ভঙ্গের মতো বিভাগে অভিযোগ দায়ের করেছে।
তবে আপাতত কিন্তু দুই ভাই আইপিএলে নিজেদের দলের হয়ে নিজের সেরাটা দিতে ব্যস্ত। এরই মাঝে ক্রুণাল ও হার্দিকের এক ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। বঢোদরার অলরাউন্ডারদের দেখা যাচ্ছে হরিনাম সংকীর্তন করতে। তবে তিনি একা নন, রয়েছেন দাদা ক্রুণাল পাণ্ড্যও। দুই ভাই হলেও আইপিএলে তাঁরা একে অপরের প্রতিপক্ষ। হার্দিক খেলছেন মুম্বই ইন্ডিয়ান্সে। আর ক্রুণাল খেলছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। বঢোদরার দুই ক্রিকেটারেরই মুম্বইয়ে বাড়ি রয়েছে। সেখানেই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছিলেন তাঁরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ভাই পরেছেন ভারতীয় ট্র্যাডিশনাল পোশাক। শর্ট কুর্তা, পাজামা। দুজনের হাতেই ধরা মাইক্রোফোন। হার্দিক খোলা গলায় গাইছেন, 'হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে...'। তারপরই দেখা যায় তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন ক্রুণালও। বাড়িতে অতিথি সমাগমও হয়েছিল বটে। বিশাল ড্রয়িংরুমে মিউজিক সিস্টেমে বাজছিল নাম সংকীর্তন। তালে তালে নাচতেও শুরু করেন হার্দিক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কুলদীপের আগুন সামলে রশিদ ম্যাজিক, শেষ বলে নাটকীয় জয় গুজরাতের