Hardik Pandya: পরিশ্রম নজরে পড়বেই, নেতৃত্ব জল্পনার মাঝে নির্বাচক ও কোচের উদ্দেশেই কি বার্তা হার্দিকের?
Team India: মাঠে নামা মাত্র ধিক্কার ধেয়ে আসত। গ্যালারি বিদ্রুপে ভরিয়ে দিত। সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো ব্যক্তিগত জীবনে ঝড়। স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা।
মুম্বই: গত প্রায় মাস আষ্টেক ধরে জীবন যেন উথাল পাতাল সমুদ্রে এক কলার ভেলায় ভাসছিল হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya)। কখনও ভেসে উঠছিলেন, তো পরের মুহূর্তেই যাচ্ছিলেন তলিয়ে।
শুরুটা হয়েছিল দেশের মাটিতে গত বছর ওয়ান ডে বিশ্বকাপের সময়। মনে করা হচ্ছিল দেশের মাটিতে বিশ্বকাপে দলের ম্যাচ উইনার হিসাবে নিজেকে মেলে ধরবেন অলরাউন্ডার হার্দিক। বাস্তবে হল উল্টো। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিজের বোলিংয়ের ফলো থ্রুতে বল আটকাতে গিয়ে গোড়ালি মচকালেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে, গোটা বিশ্বকাপে আর খেলাই হল না হার্দিকের।
তারপর মাঠে ফিরে আসার লড়াই। অন্যদিকে গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েই হার্দিক পেয়ে গেলেন নেতৃত্ব। এতটা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সমস্যা হল কারণ, হার্দিককে অধিনায়ক করতে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্স সরিয়ে দিল প্রবল জনপ্রিয় রোহিত শর্মাকে। সেই রোহিত, যাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুকেশ ও নীতা অম্বানির দল।
আর সেই ঝক্কি পোহাতে হল হার্দিককেই। মাঠে নামা মাত্র ধিক্কার ধেয়ে আসত। গ্যালারি বিদ্রুপে ভরিয়ে দিত। সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো ব্যক্তিগত জীবনে ঝড়। স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা।
আর তার মাঝেই ফের ভেসে ওঠা হার্দিকের। টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন বঢোদরার অলরাউন্ডার। ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর। হার্দিক এখন যেন জীবনকে নতুন করে চিনছেন। তাঁর উপলব্ধির কথা ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন হার্দিক।
বুধবার রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি পাশাপাশি রেখে পোস্ট করেন হার্দিক। একটি তাঁর চোট লাগার পর। শারীরিক কসরতের অভাবে যখন তাঁর ওজন বেড়ে যাচ্ছিল। দ্বিতীয়টি ওজন কমানোর পর তাঁর পুরনো রূপ।
ক্যাপশনে হার্দিক লিখেছেন, '২০২৩ বিশ্বকাপে চোট পাওয়ার পর থেকে ভীষণ কঠিন ছিল পথ। তবে টি-২০ বিশ্বকাপ জিতে দক্ষতার প্রতি সুবিচার করেছি। পরিশ্রম করে গেলে সুফল আসবেই। পরিশ্রম কখনও কারও নজর এড়ায় না। সকলে মিলে সেরা চেষ্টা করি নিজেদের ফিট রাখার।'
View this post on Instagram
রোহিত শর্মার অবসরের পর ভারতীয় টি-২০ দলের অধিনায়ক কাকে করা হবে, তা নিয়ে জোর চর্চা। হার্দিকের সঙ্গে লড়াই সূর্যকুমার যাদবের। তার আগে কি সকলকে বার্তা দিলেন হার্দিক?
আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।