এক্সপ্লোর
Harmanpreet Kaur: টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে সফল হরমনপ্রীতই,টেক্কা দিলেন মেগ ল্যানিংকে
Harmanpreet Kaur Captain: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ১৩০ ম্য়াচে নেতৃত্ব দিয়ে মোট ৭৭ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছেন হরমনপ্রীত কৌর। তাঁর নেতৃত্বে ভারত কুড়ির ফর্ম্য়াটে হেরেছে ৪৮ ম্য়াচ।

হরমনপ্রীত কৌর
Source : ANI
তিরুবনন্তপুরম: আন্তর্জাতিক টি-টোয়ন্টি ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি ম্য়াচ জয়ের নজির গড়লেন হরমনপ্রীত কৌর। তিনি টেক্কা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্য়াপ্টেন মেগ ল্যানিংকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই জয়ের সঙ্গে সঙ্গেই নজির গড়ে ফেললেন হরমনপ্রীত।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ১৩০ ম্য়াচে নেতৃত্ব দিয়ে মোট ৭৭ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছেন হরমনপ্রীত কৌর। তাঁর নেতৃত্বে ভারত কুড়ির ফর্ম্য়াটে হেরেছে ৪৮ ম্য়াচ। পাঁচটি ম্য়াচের কোনও ফল বেরয়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন




















