INDW vs AUSW: দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্স, হরমনপ্রীতের হাফসেঞ্চুরি সত্ত্বেও অজ়িদের বিরুদ্ধে হার ভারতের
Harmanpreet Kaur: হরমনপ্রীত কৌর ব্যাট হাতে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেললেও, দলকে জেতাতে ব্যর্থ তিনি।
![INDW vs AUSW: দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্স, হরমনপ্রীতের হাফসেঞ্চুরি সত্ত্বেও অজ়িদের বিরুদ্ধে হার ভারতের Harmanpreet Kaur scores fighting half century but INDW lose to AUSW in Women's T20 World Cup 2024 INDW vs AUSW: দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্স, হরমনপ্রীতের হাফসেঞ্চুরি সত্ত্বেও অজ়িদের বিরুদ্ধে হার ভারতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/13/d2e68db5d0907fd32b8f8f1138d36aaf1728842241953507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শারজা: বিশ্বকাপের (Women's T20 World Cup 2024) সেমিফাইনালে পৌঁছতে প্রয়োজন ছিল ১৫২ রান। শুরুটা বেশ ভালই করেছিলেন শেফালি বর্মা। তবে তিনি বেশিদূর টানতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতকে ম্যাচ জেতাতে ফের একবার হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) কাঁধে দায়িত্ব এসে পড়ে। দীপ্তি শর্মার (Deepti Sharma) সঙ্গে মিলে চতুর্থ উইকেটে তিনি ৬৩ রানের পার্টনারশিপ গড়েন। ব্যক্তিগত অর্ধশতরানও হাঁকান। তবে সেই পার্টনারশিপ আসে ৫৪ বলে। মন্থর পিচে হরমনপ্রীত, দীপ্তি হয়তো রানের গতিবেগ বাড়াতে একটু বেশিই দেরি করে ফেলেছিলেন বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা।
শেষমেশ হলও তাই। হরমনপ্রীতরা পারলেন না। অস্ট্রেলিয়া প্রমাণ করে দিল কেন তাঁরা বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচের মাঝেই অস্ট্রেলিয়া প্রথম দল হিসাবে সরকারিভাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। তবে তার জন্য একচুলও জমি ছাড়েননি না থালিয়া ম্যাকগ্রারা। এই নাছোড় মনোভাবই যে তাঁদের সাফল্যমন্ত্র, তা বলাই বাহুল্য। শেষমেশ নয় রানে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা ১৫টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ভারতের সেমিফাইনালে পৌঁছনো এখন আর তাঁদের হাতে নেই। পাকিস্তান বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচের ওপর নির্ভর করবে হরমনপ্রীতদের শেষ চারে পৌঁছনোর ভাগ্য।
Australia overcome a Harmanpreet Kaur special to book a semi-final spot in the Women's #T20WorldCup 2024 👌#WhateverItTakes | #INDvAUS 📝: https://t.co/yUfGVqehY6 pic.twitter.com/GQq0IfE17i
— ICC (@ICC) October 13, 2024
এদিন প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে বেশ নিয়ন্ত্রিত বোলিংয়ে অজ়িদের খুব বড় রান করা থেকে আটকে দেয় টিম ইন্ডিয়া। ইনিংসের শেষ বলে ছক্কা মেরেই অস্ট্রেলিয়াকে ১৫০ রানের গণ্ডি পার করান লিচফিল্ড। অজ়িরা আট উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ১৫১ রান তুলল। দীপ্তি শর্মা ও রেণুকা ঠাকুর ভারতের হয়ে দুইটি করে উইকেট নেন। অজ়িদের হয়ে হিলির বদলে দলে জায়গা পাওয়া গ্রেস হ্য়ারিস সর্বাধিক ৪০ রানে ইনিংস খেলেন। তবে তা আসে ১০০-র কম স্ট্রাইক রেটে। শেষের দিকে এলিস পেরির ৩২ রানের ইনিংস ও অন্তর্বতীকালীন অধিনায়ক থালিয়া ম্য়াকগ্রার ৩২ রানের ইনিংস দলকে লড়াইয়ের ময়দান গড়ে দেয়। শেষমেশ ১৫১ রানই জয়ের জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ের সেরা ফিল্ডার সুন্দরে মুগ্ধ কোচ দিলীপ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)