IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ়ের সেরা ফিল্ডার সুন্দরে মুগ্ধ কোচ দিলীপ
India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় ৩-০ স্কোরলাইনেই নিজেদের নামে করে।
হায়দরাবাদ: বর্তমান যুগের ক্রিকেটে ফিল্ডিং ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার জো রাখে না। ভারতীয় দলের অন্দরমহলেও ফিল্ডিংয়ে বাড়তি জোর দেওয়া হয়ই। প্রতিটি ম্যাচের পরেই বিশ্বকাপের সময় সেরা ফিল্ডারদের পুরস্কার দেওয়া হত। সেই ধারা কিন্তু অব্যাহতই রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) সিরিজ়েও সেই পুরস্কার দেওয়ার ধারা অব্যাহত রইল।
ওপার বাংলার দলের বিরুদ্ধে সিরিজ়ের সেরা ফিল্ডার নির্বাচিত হলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। নিজের সেরা ফিল্ডারের পুরস্কার নিয়ে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ ও দলের সাপোর্ট স্টাফদের কৃতজ্ঞতা জানালেন ওয়াশিংটন। তিনি বলেন, 'সত্যি বলতে এটা পেয়ে দারুণ লাগছে। আমি সবসময় মাঠে নামলেই নিজের ১০০ শতাংশ দিতে বদ্ধপরিকর থাকি। মাঠে পরিস্থিতি যেমনই হোক না কেন, সকলেই কিন্তু নিজেদের অবদান রাখতে পারেন। আর এটা (পুরস্কার) দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। দিলীপ স্যর ও সাপোর্ট স্টাফের সকলকে এর জন্য ধন্য়বাদ।'
গোটা সিরিজ়ে ভারতীয় দলের ফিল্ডিংয়ে সন্তুষ্ট ফিল্ডিং কোচ টি দিলীপও। ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসন পছন্দ হয়েছে কোচের। পাশাপাশি দলে কেউ ভুলত্রুটি করলে অন্যজন দুরন্ত ক্যাচ ধরে সেই ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে, যেটার প্রশংসা করেন দিলীপ। ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে ছিলেন হার্দিক পাণ্ড্য, রিয়ান পরাগও। তবে পুরস্কার ওয়াশিংটনের ঝুলিতেই যায়। দিলীপের মতে ওয়াশিংটন কোণ কটা, বাউন্ডারি লাইনে গুরুত্বপূর্ণ রান বাঁচানোয় নজর কেড়েছেন। পাশাপাশি নিজের উন্নতিও ঘটিয়েছেন, যা দলের সকলেরই লক্ষ্য।
𝗗𝗿𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗥𝗼𝗼𝗺 𝗕𝗧𝗦 | 𝗜𝗺𝗽𝗮𝗰𝘁 𝗙𝗶𝗲𝗹𝗱𝗲𝗿 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗧𝟮𝟬𝗜 𝗦𝗲𝗿𝗶𝗲𝘀 | #INDvBAN
— BCCI (@BCCI) October 13, 2024
The series where intent matched energy 😎
The Fielding 🏅 goes to.. 🥁
WATCH 🎥🔽 - By @RajalArora | #TeamIndia | @IDFCFIRSTBank
ওয়াশিংটন সিরিজ়ের সেরা ফিল্ডারের পুরস্কারটি জীতেশ শর্মা সুন্দরের হাতে তুলে দেন। প্রসঙ্গত, নিজামের শহরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল দুরন্ত ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ২৯৭ রান তোলে। সেঞ্চুরি হাঁকান সঞ্জু স্যামসন। জবাবে ১৬৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টেস্টের পর টি-২০, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার মাত্র চার শব্দে নিজের প্রতিক্রিয়া জানালেন গম্ভীর