Women's T20 World Cup 2024: হরমনপ্রীতের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত, কারা পেলেন সুযোগ?
Indian Women's Cricket Team: ১৫ জনের প্রাথমিক দলে ইয়াস্তিকা ভাটিয়া এবং শ্রেয়াঙ্কা পাতিলকে রাখা হলেও, তাঁদের টুর্নামেন্টে অংশগ্রহণ ফিটনেসের ছাড়পত্র পাওয়ার ওপর নির্ভরশীল।
মুম্বই: ৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বসেরার লড়াই। দুবাইয়ে আয়োজিত হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Women's T20 World Cup 2024)। মরুদেশে আয়োজিত সেই মেগাটুর্নামেন্টর জন্য দল ঘোষণা করল ভারত (Indian Women's Cricket Team)। ১৫ জনের দলের নেতৃত্বে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur), সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।
বাংলাদেশে প্রাথমিকভাবে আয়োজিত হওয়ার কথা থাকলেও, ওপার বাংলার রাজনৈতিক অস্থিরতার কারণে দিনকয়েক আগেই বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে আমিরশাহিতে আয়োজন করার কথা ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআই। ৩ অক্টোবর থেকে শুরু সেই বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হবে ২০ অক্টোবর। সেই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হল। সেই দলে বাংলার একমাত্র প্রতিনিধি হিসাবে সুযোগ পেয়েছেন রিচা ঘোষ।
প্রাথমিক দলে কিপার হিসাবে ইয়াস্তিকা ভাটিয়াও রয়েছেন। রয়েছেন শ্রেয়াঙ্কা পাতিলও। তবে এই দুই তারকাই সম্প্রতি চোটের কবলে পড়েছিলেন। তাই টুর্নামেন্টে তাঁদের অংশগ্রহণ তাঁদের ফিটনেসের ওপরই নির্ভরশীল। ১৫ জন খেলোয়াড় বাদেও নিয়ম অনুযায়ী রিজার্ভ খেলোয়াড় হিসাবে কয়েকজনকে রাখা হয়েছে ভারতীয় দলে। রিজার্ভ ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছেন ঊমা ছেত্রী, তনুজা কানোয়ার এবং সাইমা ঠাকুর।
🚨 NEWS 🚨
— BCCI Women (@BCCIWomen) August 27, 2024
Presenting #TeamIndia's squad for the ICC Women's T20 World Cup 2024 🙌 #T20WorldCup pic.twitter.com/KetQXVsVLX
ভারতীয় দল 'এ' গ্রুপে রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ডের মতো শক্তিশালী দলগুলিও এই গ্রুপে। পাশাপাশি দিনকয়েক আগে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কান মহিলা দলও রয়েছে একই গ্রুপে। ৪ অক্টোবর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। পাকিস্তানের বিরুদ্ধে ৬ অক্টোবর মাঠে নামবেন হরমনপ্রীত কৌররা। ভারতীয় দল গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচই খেলবে দুবাইয়ে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচটি আয়োজিত হবে শারজায়।
বিশ্বকাপ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ারও সুযোগ থাকছে স্মৃতি, হরমনপ্রীত, পূজা, রিচাদের সামনে। দুইটি প্রস্তুতি পর্বের ম্যাচ খেলবে ওমেন ইন ব্লু। ২৯ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ় এবং ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ন: টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন সূর্যকুমার যাদব