Harmanpreet Kaur: আরও শক্তিশালী হয়ে ফিরে আসব, বিশ্বকাপের স্বপ্নভঙ্গের পর অঙ্গীকার হরমনপ্রীতের
Women's T20 World Cup: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে ৩৪ বলে ৫২ রান করলেও, দুর্ভাগ্যবশত রান আউট হয়েই সাজঘরে ফেরেন হরমনপ্রীত।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India Women vs Australia Women) পাঁচ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women's T20 World Cup 2023) থেকে ছিটকে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালে দুরন্ত অর্ধশতরান করেও, দলকে জেতাতে পারেননি হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। আবারও বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হওয়ার পর আবেগঘন হরমনপ্রীত নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেন।
হরমনপ্রীতের অঙ্গীকার
এ বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হলেও, আরও শক্তিশালী হয়ে ফিরে আসার অঙ্গীকার করেন হরমনপ্রীত। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই পোস্টটা আমাদের সেই সকল সমর্থকদের জন্য যারা আমাদের গোটা বিশ্বকাপে সমর্থন করেছেন। আমাদের ওপর আস্থা রাখার জন্য অনেক ধন্যবাদ। আমি জানি ক্রিকেটভক্তদের কাছে নিজেদের প্রিয় দলকে হারতে দেখা কতটা কষ্টকর। আমি খালি এটাই বলতে পারি যে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং আপনাদের সকলের মুখ উজ্জ্বল করব।'
This is for all our fans across the globe who have supported us throughout this World Cup . I thank you for believing in our journey. I know as a cricket fan it’s sad to see your team loose . All I can say is that we will come back strongly and put a great show out there .🙏🏼🇮🇳
— Harmanpreet Kaur (@ImHarmanpreet) February 24, 2023
১৭৩ রান তাড়া করতে নেমে ভারতীয় দল শুরুতেই ২৮ রানে তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকে জেমাইমা ও হরমনপ্রীতের পার্টনারশিপে ভারতীয় দল এক সময়ে জয়ের দিকে দ্রুত অগ্রসর হচ্ছিল। তবে শেষরক্ষা হয়নি। ম্যাচ হারতেই হয় ভারতীয় দলকে। ৩৪ বলে ৫২ রান করলেও, দুর্ভাগ্যবশত রান আউট হয়েই সাজঘরে ফেরেন হরমনপ্রীত।
স্বপ্ন দেখাচ্ছেন রিচা
জেমাইমার মতে রিচার ঘোষের মতো তরুণীদের উত্থানই এই বিশ্বকাপ থেকে ভারতের সবথেকে বড় পাওনা। ম্যাচ শেষে জেমাইমার বলেন, 'আমার মনে হয় রিচার মতো তরুণ ক্রিকেটারদের উত্থানই সবথেকে বড় ইতিবাচক দিক। এই ভারতীয় দলে একটি ফিনিশারের প্রয়োজন আছে এবং আমরা মতে ও সেই জায়গাটা দখল করতে পারবে। এই দলের মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আমাদের দলের গড় বয়স কিন্তু ২৪ বছরের আশেপাশে। তাই আমার মনে হয় আর কয়েক বছরের মধ্যেই আমরা অস্ট্রেলিয়ান দলকে কড়া চ্যালেঞ্জ জানাব।'
আরও পড়ুন: প্রায় ছয় কোটি টাকায় বিলাসবহুল ভিলা কিনলেন ভারতীয় তারকা কোহলি?