IND vs PAK: ম্য়াচ হারার পরও লজ্জা নেই, পাক ক্রিকেটারের স্ত্রী ইনস্টাগ্রামে কী পোস্ট করলেন?
Asia Cup 2025: রবিবার ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্নরকম ইঙ্গিত ভারতীয় সমর্থকদের দিকে উদ্দেশ্য করে করছিলেন রউফ।

করাচি: একবার নয়, দু দুবার ম্য়াচ হারার পরও লজ্জা নেই। বিতর্ক যেন পিছুই ছাড়ে না পাকিস্তান ক্রিকেটের। মাঠে ব্যাট-বলে ক্রমেই কোনঠাসা হয়ে যাওয়া। মাঠের মধ্যে একাধিক অভব্য আচরণ। কিন্তু এবার পাক ক্রিকেটারের স্ত্রী-র বিতর্কিত পোস্ট আলোচনার কেন্দ্রে। হ্যারিস রউফের স্ত্রী-র একটি ইনস্টাগ্রাম স্টোরিতে হ্যারিসের একটি ছবি পোস্ট করেছেন। ম্য়াচে ফিল্ডিং করার সময় ভারতীয় সমর্থকদের দিকে ইঙ্গিত ৬-০ দেখিয়েছিলেন। যা তিনি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করার ইস্যুটি তুলে ধরতে চেয়েছিলেন। এবার সেই ইস্যুতেই ইনস্টা পোস্ট করলেন রউফের স্ত্রী।
রবিবার ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্নরকম ইঙ্গিত ভারতীয় সমর্থকদের দিকে উদ্দেশ্য করে করছিলেন রউফ। তার মধ্য়ে ছিল আমদাবাদে বিমান দুর্ঘটনা থেকে শুরু করে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের ইঙ্গিত। উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান দাবি করেছিল ভারতের ছ’টি রাফাল ভেঙেছেন তাঁরা। সেই দাবি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারা জানায়, ভারতের একটি যুদ্ধবিমানও পাকিস্তান ভাঙতে পারেনি। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দিকে তাকিয়ে ৬-০ দেখিয়েছিলেন রউফ আঙুল দিয়ে। যেই ছবিটি পোস্ট করে তাঁর ক্যাপশনে রউফের স্ত্রী মুজনা লিখেছেন, 'ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধ জিতেছি'।
উল্লেখ্য, রবিবার ম্যাচে একসময় হ্যারিস রউফ বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন। ঠিক তখনই সেখানে উপস্থিত ভারতীয় সমর্থকদের তরফ থেকে হ্যারিসের উদ্দেশে ভেসে 'কোহলি, কোহলি' ধ্বনি। হ্যারিসও গোটা বিষয়টা এড়িয়ে না গিয়ে নিজের মতো প্রতিক্রিয়া দেন। জিনিসটি এই অবধিই সীমাবদ্ধ থাকে। তবে হঠাৎ যে ম্যাচে কোহলি নেই, সেখানে হঠাৎ তাঁর নাম তুলে এনে হ্যারিসের উদ্দেশে বলা হল কেন?
ক্রিকেটপ্রেমীরা যারা ভারতীয় ক্রিকেট সম্পর্কে অবগত, তাঁরা জানেন, ২০২২ সালে বিশ্বকাপের ম্যাচে মেলবোর্নে এমনই এক ভারত-পাকিস্তান দ্বৈরথে কার্যত অতিমানব হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। প্রায় হেরে যাওয়া ম্যাচকে ভারতের পক্ষে টেনে এনে দলকে জিতিয়েছিলেন 'কিং'। সেই ম্য়াচের ১৯তম ওভারে এই হ্যারিস রউফের বিরুদ্ধেই শেষ দুই বলে নাগাড়ে দুই বলে দুই ছক্কা হাঁকিয়েছিলেন কোহলি। সেই কথা স্মরণ করিয়ে দিতেই ভারতীয় সমর্থকরা রউফকে কোহলির নাম করে খোঁচা দেওয়ার চেষ্টা করছিলেন।
ম্য়াচ হেরে রউফকে দেখা যায় কিছুটা হতাশ। আসলে মাঠের লড়াই বারবার হারতে হারতে তিনিও হয়ত ক্লান্ত।




















