IND vs BAN: 'বড়ভাই' ও 'জুনিয়র' সম্পর্ক অতীত, রোহিতকে নিয়ে কী মন্তব্য করলেন সরফরাজ?
Sarfaraz On Rohit: গোটা সিরিজেই তাঁর মতই ধ্রুব জুড়েল, আকাশদীপ, মুকেশদের মত প্লেয়াররাও নিজেদের মেলে ধরেছেন। রোহিত শর্মার নেতৃত্বেই অভিষেক হয়েছে সরফরাজের।
মুম্বই: ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাল পারফরম্য়ান্সের পুরস্কার হিসেবে ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) সুযোগ চলে এসেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ চলে এসেছিল। সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন সরফরাজ খান। গোটা সিরিজেই তাঁর মতই ধ্রুব জুড়েল, আকাশদীপ, মুকেশদের মত প্লেয়াররাও নিজেদের মেলে ধরেছেন। রোহিত শর্মার নেতৃত্বেই অভিষেক হয়েছে সরফরাজের। মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলেছেন কিছু ম্য়াচ। যদিও রোহিতের তুলনায় অনেকটাই ছোট সরফরাজ। তবে একে অপরকে ভীষণ ভালভাবে চেনেন।
চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সরফরাজের। সেই সিরিজে ৩টি ম্য়াচে ২০০ রান করেন তিনি। ৭৯.৩৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিনি। নিজের অভিষেক ম্য়াচে ৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে দু ম্য়াচের টেস্ট সিরিজেও সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। সিরিজের আগে রোহিত শর্মাকে নিয়ে মুখ খুললেন সরফরাজ। ডানহাতি তরুণ ব্যাটার বলেন, ''রোহিত ভাই আমাদের মত তরুণদের অনেক স্বাধীনতা দেন। আমরা যা বলি, উনি বড়ভাইয়ের মত শোনেন সবই। তবে ওঁ কখনওই আমাদের জুনিয়র হিসেবে ভাবে না। দলের একজন প্লেয়ার হিসেবেই দেখে। অত্যন্ত ইতিবাচক একজন মানুষ। আমাদের আত্মবিশ্বাস বাড়াতে অনেক সাহায্য করেন।" বলিউডের বিখ্যাত সিনেমা 'লগান' ছবিতে আমির খানের সঙ্গে রোহিতের তুলনা করে সরফরাজ লিখেছেন, ''লগান ছবিটা আমার পছন্দের সিনেমা। সেই ছবিতে আমির খান যেভাবে গোটা দলকে আগলে রাখতেন, সেভাবেই রোহিত ভাই আমাদের সবাইকে আগলে রাখেন।''
এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নতুন রেকর্ড গড়তে পারেন জসপ্রীত বুমরা। বুমরা এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের জার্সিতে সব ফর্ম্য়াট মিলিয়ে মোট ৩৯৭টি উইকেট নিয়েছেন। অর্থাৎ আর মাত্র ৩ উইকেট নিলেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটে পূর্ণ করবেন তিনি। বুমরা এখনও পর্যন্ত মোট ৩৬টি টেস্ট খেলেছেন। তার মধ্যে উইকেট নিয়েছেন ১৫৯টি। ৮৯টি ওয়ান ডে ম্য়াচ খেলে মোট ১৪৯ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৭০টি ম্য়াচ খেলে ৮৯ উইকেট নিয়েছেন।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। চেন্নাইয়ে প্রথম ম্য়াচ খেলতে নামবে ২ দল।
আরও পড়ুন: মরশুমের দ্রুততম গোলে পিছিয়ে পড়েও ম্যান সিটির জয়, জিতল ম্যান ইউনাইটেডও, হার লিভারপুলের