Heinrich Klassen: মাত্র ৩৩ বছর বয়সেই ক্রিকেট ছাড়লেন বিধ্বংসী ব্যাটার, আইপিএলের মাঝে ফের এক নক্ষত্রের অবসর
Heinrich Klassen Retirement: সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর ঘোষণা করেছেন ক্লাসেন। সেই সঙ্গে সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন ক্লাসেন।

জোহানেসবার্গ: ঠিক এক সপ্তাহ আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণকে চুরমার করে সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে কেকেআরকে হেলায় হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলের মাঝেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার সেই হেনরিখ ক্লাসেন (Heinrich Klassen Retirement)। মাত্র ৩৩ বছর বয়সেই অবসর নিলেন তিনি। দেশের হয়ে মাত্র চারটি টেস্ট খেললেও ৬০টি ওয়ান ডে ও ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন প্রোটিয়া তারকা। সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর ঘোষণা করেছেন ক্লাসেন। সেই সঙ্গে সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন ক্লাসেন।
সোমবার ইনস্টাগ্রামে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ক্লাসেন লিখেছেন, 'আজ আমার জন্য একটা মন খারাপের দিন। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াব। আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য কী ভাল হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকটা সময় লাগে। সত্যি বলতে কী, এটা অত্যন্ত কঠিন একটা সিদ্ধান্ত। কিন্তু তাতে আমি শান্তিও পেয়েছি।'
২০১৮ সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্লাসেনের। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা 'ম্যাচ উইনার' বলা হতো তাঁকে। বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে একের পর এক বিস্ফোরক ইনিংস খেলেছেন। ৫৮টি টি-২০ ম্যাচে করেছেন ১০০০ রান। অন্যদিকে ৬০টি ওয়ান ডে ম্যাচ খেলে তাঁর রান ২১৪১। ৪টে সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি করেছেন ক্লাসেন। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেন। আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে।
Instagram-এ এই পোস্টটি দেখুন
ক্লাসেন ইনস্টাগ্রামে লিখেছেন, 'প্রথম দিন থেকেই আমার কাছে সবচেয়ে গর্বের ব্যাপার ছিল যে, আমি দেশের প্রতিনিধিত্ব করছি। ছোট থেকে আমি সেটারই স্বপ্ন দেখে এসেছি এবং সেই স্বপ্নপূরণের জন্য পরিশ্রম করে গিয়েছি। জার্সির বুকে প্রোটিয়া ব্যাজ পরে খেলাটা আমার কেরিয়ারের সবচেয়ে গর্বের বিষয় হয়ে থেকে যাবে।'
স্ত্রী ও সন্তানের সঙ্গে দক্ষিণ আফ্রিকার জার্সি পরা নিজের ছবি দিয়ে ক্লাসেন সোশ্যাল মিডিয়ায় আরও লিখেছেন, 'প্রোটিয়াদের হয়ে খেলে বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যা আমার জীবন বদলে দিয়েছে। অনেক কোচের অধীনে খেলেছি। তারা আমার উপর ভরসা রেখেছেন বলে আমি কৃতজ্ঞ। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এখন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে সারা জীবন সমর্থন করে যাব।'




















