ICC Champions Trophy: সেমিফাইনালের আগেই ভারতীয় শিবিরে খুশির খবর, কী হয়েছে জানেন?
Indian Cricket Team: অন্য়দিকে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নিউজিল্যান্ডও তাঁদের শেষ চারের টিকিট পাকা করেছে। আপাতত দুটো দলই মুখোমুখি মহারণে খেলতে নামেব আগামী ২ মার্চ।

দুবাই: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রথম ম্য়াচে বাংলাদেশের পর দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছিল রোহিত বাহিনী। অন্য়দিকে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নিউজিল্যান্ডও তাঁদের শেষ চারের টিকিট পাকা করেছে। আপাতত দুটো দলই মুখোমুখি মহারণে খেলতে নামবে আগামী ২ মার্চ। তার আগে রোহিত বাহিনীর আত্মবিশ্বাস বাড়াতে দলে যোগ দিলেন প্রোটিয়া তারকা।
আসলে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলের কথা বলা হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরেছিলেন। কিন্তু ফের ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন তিনি। মর্কেল গম্ভীরের সহকারী কোচ হিসেবে দলে যোগ দেওয়ার পর থেকেই ভারতীয় বোলিং লাইন আপও অনেক উন্নতি করেছে। ২০১৩ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেবার ইংল্যান্ডকে হারিয়ে খেতাব ঝুলিতে পুরে নিয়েছিল টিম ইন্ডিয়া। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত বাহিনীই অন্যতম ফেভারিট।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতের অন্য়তম সফল ক্রিকেটার শিখর ধবন পাকিস্তান ম্য়াচের সময় দলের সতীর্থদের সঙ্গে দেখা করেছিলেন।টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেলে একটি বিশেষ অনুষ্ঠানে ধবন ক্যাপ্টেন রোহিতকে নিয়ে নিজের মত জানিয়েছেন। 'শিখর ধবন এক্সপিরিয়েন্স' নামক সিরিজে রোহিতের সঙ্গে সতীর্থদের সম্পর্কের কথাও জানিয়েছেন শিখর।
স্টার স্পোর্টস ও জিওহটস্টারে অনুষ্ঠানে ধবন বলেছেন, ''২০১৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত - ১২ বছরের অভিজ্ঞতা মানে বিরাচ ব্যাপার। অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে রোহিত। চাপের পরিস্থিতিতে কী করতে হয় ও জানে। কীভাবে দলকে এক সুতোয় গাঁথতে হয়, সেটাও জানে। অধিনায়ক হিসাবে ও অনেক বেশি পরিণত হয়। ও জানে কখন ঢিলে দিতে হয় আর কখন রাশ টেনে নিতে হয়। দারুণ ভারসাম্য রয়েছে। ছেলেদের সঙ্গে রোহিতের সম্পর্কও অসাধারণ। আমরা দল হিসাবে দারুণ জায়গায় রয়েছি।''
দীর্ঘ ৯ বছর রোহিত ছিলেন তাঁর ওপেনিং পার্টনার। ক্রিজে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই যে জুটির পথ চলা শুরু হয়েছিল। ধবন জানিয়েছেন, কীভাবে সেই সময়কার অধিনায়ক ধোনি রোহিতকে ওপেনার হিসাবে খেলানোর পরিকল্পনা করেছিলেন। ধবনের কথায়, 'ম্যাচের আধদিন আগে ওপেনিং জুটি হিসাবে আমাদের খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় আমিও নতুন। আমি নিজের জগতে ছিলাম। আমি দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছিলাম। ভাল খেলার জন্য মুখিয়ে ছিলাম। তবে এম এস ধোনি সিদ্ধান্ত নেয় যে, রোহিতকে দিয়ে ওপেন করাবে। এটা নিয়ে বেশি ভাবিনি আমি। আমার মনে হয়েছিল রোহিত ওপেন করলে দুজনে একসঙ্গে ব্যাটিং উপভোগ করব।'




















