Champions Trophy: সেমিতে বুমরাকে মিস করবে ভারত, মনে করছেন প্রাক্তন উইকেট কিপার
Indian Cricket Team: যদিও সেই অভাব খুব একটা বোধ করতে দেননি মহম্মদ শামি, হর্ষিত রানারা। সঙ্গে স্পিন আক্রমণ ভারতের এতটাই শক্তিশালী যে বড় কোনও সমস্যা হয়নি।

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট অনেক আগেই নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় দল। রবিবার কিউয়িদের হারানোর সঙ্গে সঙ্গে গ্রুপের শীর্ষস্থান দখল করেই লিগ পর্যায়ের ম্যাচ শেষ করল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের শুরুতেই ছিটকে গিয়েছিলেন তারকা পেসার জসপ্রীত বুমরা। যদিও সেই অভাব খুব একটা বোধ করতে দেননি মহম্মদ শামি, হর্ষিত রানারা। সঙ্গে স্পিন আক্রমণ ভারতের এতটাই শক্তিশালী যে বড় কোনও সমস্যা হয়নি। কিন্তু প্রাক্তন ভারতীয় উইকেট কিপার দীপ দাসগুপ্ত মনে করেন আগামী ম্যাচগুলোতেও বুমরাকে মিস করবে ভারতীয় দল।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন উইকেট কিপার জানান, "বুমরা একজন ম্যাচ উইনার। আর দিনের শেষে সেই ম্যাচ উইনারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে। হতেই পারে বুমরার পরিবর্ত হিসেবে কেউ মাঠে নামবেন। কেউ নামছেন। কিন্তু বুমরাকে মিস করবেই দল।"
দীপ আরও বলেন, "ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গিয়েছে। ভারত ফাইনাল খেলুক, চ্যাম্পিয়ন হোক তবুও আমি বলব বুমরাকে মিস করবে দল। একার হাতে ম্যাচের রঙ বদলানোর ওস্তাদ ও। হ্যাঁ, শামির ফিরে আসাটা ভারতীয় শিবিরের জন্য নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। কারণ শামিও ম্যাচ উইনার।" উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে ৫ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অভিজ্ঞ পেসার।
এদিকে, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টপ অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও শ্রেয়সের আইয়ারের দুরন্ত ৭৯ রানের ইনিংসে ভারতীয় দল লড়াই করার রসদ পায়। তবে বোলিংয়ে ভারতীয় স্পিনাররাই দুরন্ত বোলিংয়ে টিম ইন্ডিয়াকে ৪৪ রানে ম্যাচ জিততে সবথেতে বড় দায়িত্ব পালন করেন। দুবাইয়ের পিচ বরাবরই স্পিনারদের সাহায্য করে। এই প্রথম কোনও দল চ্যাম্পিয়ন্স ট্রফির এক ম্যাচে নয়টি উইকেট নিলেন স্পিনাররা। ভারতের হয়ে কিউয়ি-বধে মুখ্য ভূমিকা পালন করেন বরুণ চক্রবর্তী। যে মাঠে পাকিস্তানের বিরুদ্ধে চার বছর আগে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন বরুণ। সেই মাঠেই তিনি পাঁচ পাঁচটি উইকেট নেন। নিজের মাত্র দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেই পাঁচ সাফল্য পেলেন তিনি। এত কম ম্যাচ খেলে আর কোনও ভারতীয় তারকা পাঁচ উইকেট পাননি। জশ হ্যাজেলউডের পর চ্যাম্পিয়ন্স ট্রফি অভিষেকে বরুণের ৪২ রানে পাঁচ উইকেটে দ্বিতীয় সেরা বোলিং। ৩৩ বছর ৪২ দিনে বরুণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় প্রবীণতম বোলার হিসাবে পাঁচ উইকেট নিলেন। বাংলাদেশের বিরুদ্ধে এবারও পাঁচ উইকেট নেওয়া শামি তালিকায় প্রথম।




















