IND vs AUS: মাঠে দৌড় এসে রাহুলকে জড়িয়ে ধরলেন এক সমর্থক, এরপর কী করলেন ডানহাতি ব্যাটার?
KL Rahul: শেষ ১২ বলে ৪ রান প্রয়োজন ছিল। গ্লেন ম্য়াক্সওয়েল এসেছিলেন ৪৯ তম ওভার করতে। প্রথম বলেই তাঁকে স্টেপ আপ করে ছক্কা হাঁকিয়ে ম্য়াচ শেষ করেন রাহুল।

দুবাই: এমন ছবি ধোনি, বিরাট, রোহিতদের ক্ষেত্রে দেখে অভ্যস্ত সবাই। এবার সেই অভিজ্ঞতার সাক্ষী থাকলেন কে এল রাহুলও। ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছনোর পর মাঠেই তাঁকে দৌড়ে এসে জড়িয়ে ধরেন এক সমর্থক। অঝোরে কাঁদছিলেন তখন সেই ভারতীয় ক্রিকেট সমর্থক। রাহুলও তাঁকে জড়িয়ে ধরেন। সেই ভিডিও ক্লিপ মুহূর্তেই ভইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। শেষ ১২ বলে ৪ রান প্রয়োজন ছিল। গ্লেন ম্য়াক্সওয়েল এসেছিলেন ৪৯ তম ওভার করতে। প্রথম বলেই তাঁকে স্টেপ আপ করে ছক্কা হাঁকিয়ে ম্য়াচ শেষ করেন রাহুল।
এরপরই সেই সমর্থক দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরেন। কর্ণাটকী ব্যাটারও তাঁকে দূরে সরিয়ে দেননি। সমর্থকের ভালবাসা গ্রহণ করে নেন রাহুল। ২৬৫ রান তাড়া করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই রান তাড়া করায় বিরাট কোহলিকে যোগ্য সঙ্গ দেন রাহুল। নিজে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেছিলেন। ২টো বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান কর্ণাটকী ব্যাটার। যদিও ম্য়াচ জিতলেও বিরাটের সেঞ্চুরি মিস হওয়াটা মানতে পারছেন না রাহুল নিজেও।
৪০ তম ওভারের পর বিরাট ও রাহুল ক্রিজে ছিলেন। সেই সময় ড্রিঙ্কস ব্রেকের সময় দেখা যায় রাহুল বিরাটকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করতে বলছেন। সেই সময় ভারতের প্রয়োজন ছিল ৬৫ বলে ৬০ রান। রাহুল সেই সময় কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাটিং করছিলেন। পরের পাঁচ বলে একটি বাউন্ডারি ও একটি ছক্কাও হাঁকান তিনি। কিন্তু ভারতের রান যখন ৪৫ বলে প্রয়োজন ৪০ রান, সেই সময় বিরাট হঠাৎ নিজের উইকেট হারিয়ে বসেন। অ্য়াডাম জাম্পাকে চালিয়ে স্লপ স্যুইপ করতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে বসেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট তখন মাত্র ১৬ রান দূরে ছিলেন নিজের ৫২ তম ওয়ান ডে শতরান থেকে। বিরাট যখন রাহুলের পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন, তখন রাহুলকে বলতে শোনা যায়..''ম্য়াঁ মার রাহা থা না..''। অর্থাৎ এই কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায় আমি তো মেরেই খেলছি। রাহুল বোঝাতে চাইছিলেন যে বিরাটের এই শট খেলার কোনও প্রয়োজনই ছিল না। বেকার বেকার নিজের উইকেট তিনি হারালেন।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেট, দেশের জার্সিতে ঈর্ষণীয় রেকর্ড, আইপিএলে অধিনায়ক হিসেবে কতটা সফল রাহানে?




















