IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ তারকা পেসারকে ছাড়াই কি মাঠে নামছে ভারত?
ICC Champions Trophy 2025: মাঝে একবার খেলার ফাঁকেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এক ওভার করে। পরে যদিও ফিরে আসেন। কিন্তু তবুও পুরো ফিট মনে হচ্ছিল না তাঁকে।

দুবাই: বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) ভারতের প্রথম ম্য়াচই পাঁচ উইকেট নিয়েছিলেন। চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর সেটিই ছিল মহম্মদ শামির সবচেয়ে বড় সাফল্য। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে আবার তারকা ডানহাতি পেসারকে কিছুটা অস্বস্তিতে মনে হয়েছিল। মাঝে একবার খেলার ফাঁকেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এক ওভার করে। পরে যদিও ফিরে আসেন। কিন্তু তবুও পুরো ফিট মনে হচ্ছিল না তাঁকে। আজ নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে নিয়মরক্ষার ম্য়াচে তাই শামিকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিতে পারে টিম ম্য়ানেজমেন্ট। সেক্ষেত্রে তাঁর পরিবর্তে দলে ঢুকে পড়তে পারেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)।
আগের দিন সাংবাদিক বৈঠকে এসে কে এল রাহুল জানিয়েছিলেন যে দল হয়ত অপরিবর্তিতই থাকবে। কিন্তু সেমিফাইনালের আগে শামিকে নিয়ে ফের রিস্ক নিতে চাইবে না টিম ম্য়ানেজমেন্ট। নিউজিল্যান্ডের পাঁচজন বাঁহাতি ব্যাটার রয়েছেন। এই পরিস্থিতিতে শামিকে বসালে তাঁর যোগ্য বিকল্প হিসেবেই জায়গা পেয়ে যাবেন অর্শদীপ সিংহ। ম্য়াচের আগের দিন অনুশীলনে শামিকে দেখা গিয়েছে মাত্র ৬-৭ ওভার বল করতে। তাও আবার ছোট ছোট রান আপে। অন্যদিকে অর্শদীপ সিংহকে দেখা গিয়েছে ১৩ ওভার বল করতে মর্নি মর্কেলের তত্বাবধানে।
শামিকে বাদ দিলে অন্য কোনও বদল হয়ত হবে না ভারতীয় শিবিরে। সেক্ষেত্রে রোহিত শর্মার দলের সামনে সুযোগ থাকছে এই ম্য়াচও জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকেই সেমিতে প্রবেশ করার। একই সঙ্গে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান বজায় রাখার।
ভারতীয় দল তাদের লিগের ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডও এই দুই প্রতিপক্ষকে হারিয়ে সেমির টিকিট পাকা করেছে। আইসিসি ইভেন্টে সাম্প্রতিক সময়ে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি ভারতীয় দল কিউয়িদের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারত একবার মাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ২০০০ সালে। সেই ম্যাচেও ভারত হেরে গিয়েছিল। ভারতীয় দলের মত কিউইরা চলতি বছরে ওয়ান ডে ফর্ম্যাটে দুর্দান্ত ছন্দে রয়েছে। এখনও পর্যন্ত ৮টি ৫০ ওভারের ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচ নিউজিল্যান্ড হেরেছে চলতি বছর। অন্য়দিকে ভারতীয় দলও ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় ছাড়াও চ্য়াম্পিয়ন্স ট্রফিতে টানা ২ টো ম্য়াচ জিতেছে। তবে আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে




















