IND vs PAK: কুলদীপের ৩ শিকার, হার্দিকের ঝুলিতে ২ উইকেট, পাক বধে ভারতের লক্ষ্যমাত্রা ২৪২
IND vs PAK Champions Tropy 2025: ভারতের সামনে লক্ষ্যমাত্রা ২৪২। কুলদীপ যাদব ৩ উইকেট নিলেন। ২ উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য। ক্যাচ মিস করলেও আঁটোসাঁটো বোলিং করলেন হর্ষিত রানা।

দুবাই: একটা সময় মনে হচ্ছিল যে পাকিস্তান হয়ত আড়াইশো পেরিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের ডেথ ওভারে দুরন্ত বোলিং তাঁদের রানটা আটকে দিল। শেষ পর্যন্ত ২৪১ রানে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে অল আউট হয়ে গেল মহম্মদ রিজওয়ানের দল। ভারতের সামনে লক্ষ্যমাত্রা ২৪২। কুলদীপ যাদব ৩ উইকেট নিলেন। ২ উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য। ক্যাচ মিস করলেও আঁটোসাঁটো বোলিং করলেন হর্ষিত রানা। পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক সউদ শাকিল। তিনি ৬২ রানের ইনিংস খেলেন।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। প্রথম ম্য়াচে কিউয়িদের বিরুদ্ধে হেরে গিয়েছিল টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। এই ম্য়াচ তাঁদের কাছে সেমিতে ওঠার পথে ডু অর ডাই ম্য়াচ। অন্য়দিকে ভারত প্রথম ম্য়াচে হারিয়েছিল বাংলাদেশকে। কিন্তু বিরাট কোহলির চোট কিছুটা চিন্তায় রেখেছিল তাঁদের। যদিও রবিবারের ম্য়াচে ভারতীয় একাদশে কোনও বদল হয়নি। বাংলাদেশ ম্য়াচের একাদশই খেলানো হচ্ছে। শামি আগের ম্য়াচে পাঁচ উইকেট নিয়েছিলেন। এদিন অবশ্য ৮ ওভার বল করে ৪৩ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। প্রথম ওভারেই পাঁচটি ওয়াইড দেন। এরপর কিছুটা অস্বস্তিতেই মনে হচ্ছিল তারকা পেসারকে। ফিজিওর সঙ্গে একবার মাঠও ছাড়েন। পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নামা বাবর আজম ও ইমাম উল হক রান পাননি এদিন। বাবর ২৩ ও ইমাম ১০ রান করে আউট হন। দ্রুত ২ উইকেট হারানোর পর অবশ্য ১০৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রিজওয়ান ও সউদ শাকিল। রিজওয়ান অর্ধশতরান মিস করেন একবার জীবনদান পাওয়ার পরও। ৪৬ রান করে প্যাভিলিয়ন ফেরেন তিনি অক্ষর পটেলের বলে বোল্ড হয়ে। সউদ শাকিল অবশ্য ৬২ রানের ইনিংস খেলেন। তিনি পাঁচটি বাউন্ডার হাঁকান। দেড়শো রান বোর্ডে তোলার পরই দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান শিবির। লোয়ার অর্ডারে খুশদিল ৩৮ রানের ইনিংস খেলেন।
View this post on Instagram
ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ ৯ ওভারে ৪০ রান খরচ করে ৩ উইকেট নেন। হার্দিক পাণ্ড্য ৮ ওভারে ৩১ রান খরচ করে ২ উইকেট নেন। শামি ৮ ওভারে ৪৩ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। হর্ষিত রানা, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল একটি করে উইকেট পান।




















