Rohit Sharma Record: অজিদের হারাতেই ক্য়াপ্টেন হিসেবে নতুন বিশ্বরেকর্ডের মালিক এখন রোহিত
ICC Champions Trophy: এবার সুযোগ থাকছেন ভারতের সামনে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু অজিদের হারাতেই অধিনায়ক হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেললেন হিটম্য়ান।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ২০১৩, ২০১৭ সালের পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিল টিম ইন্ডিয়া। বিরাটের নেতৃত্বে ২০১৭ সালে শেষ পর্যন্ত পাকিস্তানকে হরিয়ে চ্যাম্পিয়ন হতে পারেন ভারত। কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে এবার সুযোগ থাকছেন ভারতের সামনে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু অজিদের হারাতেই অধিনায়ক হিসেবে নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেললেন হিটম্য়ান।
রোহিতই বিশ্বের প্রথম অধিনায়ক, যিনি আইসিসির সব ইভেন্টের ফাইনালে দলকে তুলেছেন। এর আগে ২০২৩ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সেই বছরই ওয়ান ডে বিশ্বকাপেও দেশের মাটিতে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছিল। গত বছর টি-টােয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রােহিতের দল। আর এবার চলতি চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালেও জায়গা পাকা করে নিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। একজন অধিনায়ক আইসিসির সব ইভেন্টের ফাইনালে উঠেছেন দলকে নিয়ে, এমনটা এর আগে কখনও হয়নি।
এদিকে, ম্য়াচ জেতার পর বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক ম্য়াচের শেষে বলেন, ''শেষ বলটা না হওয়া পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত নয়। আমরা ভেবেছিলাম যে লক্ষ্যমাত্রাটা ঠিকঠাকই ছিল। আমাদের ভাল ব্যাটিং করতে হত। উইকেট বেশ ভাল ছিল। কোহলির ইনিংসটা অসাধারণ। আমাদের জন্য এই কাজটা ওঁ বহু বছর ধরে করে চলেছে। শ্রেয়স ও বিরাটের জন্য মঞ্চটা দারুণ ছিল। হার্দিকের শেষ মুহূর্তের শটগুলোও গুরুত্বপূর্ণ। আমি ভীষণ খুশি। যখন তুমি ফাইনালে খেলতে চাইবে, তখন তুমি এটাও চাইবে যে তোমার দলের ছেলেরা যেন ভাল পারফর্ম করে। ফাইনাল নিয়ে এখনই কিছু ভাবতে চাই না। আপাতত ছেলেদের বলেছি রিল্যাক্স করতে।''
কোহলি নিজের ইনিংস সম্পর্কে ম্য়াচের শেষ কথা বলতে গিয়ে বলেছেন, 'যেভাবে বল টাইমিং করতে পারছিলাম। ক্রিজে যেরকম দৃঢ়তা দেখিয়েছি। আমি একবারও মরিয়া হয়ে শট খেলতে যাইনি। খুচরো রান নিয়েই খুশি ছিলাম। ব্যাটার হিসাবে যদি ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে সিঙ্গলস নিতে পারো, তা হলে জানবে তুমি ভাল ক্রিকেট খেলছো। তখনই বড় একটা পার্টনারশিপ তৈরি হয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এবং আজকে এটাই আমাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করেছে।' আগামী ৯ তারিখ ফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ম্য়াচের বিজয়ীর বিরুদ্ধে খেলতে নামবে ভারত।




















