Jasprit Bumrah: চিকিৎসকদের সঙ্গে কথা বলেই বুমরার নাম দলে? সেরা পেসারকে পেতে মরিয়া টিম ইন্ডিয়া
India Champions Trophy Squad: শনিবার বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হল। ভারতের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে বুমরাকে।

সন্দীপ সরকার, কলকাতা: অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে সিডনি টেস্ট খেলার মাঝেই পিঠে চোট পেয়েছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি আমদাবাদের ফাস্টবোলার। তারপর থেকেই জোরাল প্রশ্ন ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) কি বুমরাকে খেলাতে পারবে ভারত?
শনিবার বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হল। ভারতের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে বুমরাকে। যাঁকে কয়েকদিন আগেই তিন ফর্ম্যাট মিলিয়ে সর্বকালের সেরা বলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মাইকেল ক্লার্ক।
বুমরাকে রাখা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও। তবে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে হর্ষিত রানাকে। প্রধান নির্বাচক অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুমরাকে অন্তত প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না এবং তাঁর পরিবর্ত হিসাবে হর্ষিতকে রাখা হয়েছে দলে।
কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আদৌ খেলতে পারবেন বুমরা? তাঁকে দলে রেখে কি বাড়তি ঝুঁকি নিয়ে ফেলা হল না? বিশেষ করে যেখানে দলে রাখা হয়েছে তিনজন মাত্র পেসারকে, যাঁদের মধ্যে মহম্মদ শামি সদ্য চোট সারিয়ে ফিরছেন এবং টানা ম্যাচ খেলার ধকল সামলানোর মতো অবস্থায় রয়েছেন কি না, এখনও পরীক্ষিত নন।
আরও পড়ুন: কলকাতায় পৌঁছে গেলেন ইংরেজ তারকা, ইডেনে যুদ্ধের আঁচ বাড়িয়ে কখন আসছেন গম্ভীর-সূর্য-হার্দিকরা?
বোর্ড মহলে খবর নিয়ে অবশ্য আশ্বস্ত হওয়ার মতো তথ্য পাওয়া গেল। জানা গেল, বুমরার চোট নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়েই দলে রাখা হয়েছে তাঁকে। নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে বোর্ডের এক কর্তা এবিপি আনন্দকে মোবাইল ফোনে বললেন, 'বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ফিট হয়ে যাবে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার ফিজিও, ট্রেনার ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের সঙ্গে দল গঠনের আগে বিস্তারিত আলোচনা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। হাতে এখনও এক মাসেরও বেশি সময় রয়েছে। চিকিৎসকদের আশ্বাস পেয়েই ওকে দলে রাখা হয়েছে।'
আগরকর শনিবার বোর্ডের সদর দফতরে সাংবাদিক বৈঠকে বলেন, 'বুমরার ফিটনেস নিয়ে স্পষ্ট খবর পেতে অপেক্ষা করছি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে অন্তত প্রথম দুই ম্যাচে ওকে পাওয়া যাবে না। তাই হর্ষিত রানাকে রাখা হয়েছে।'




















