IND vs AUS: হঠকারিতায় কি নিজের শতরান মিস করলেন বিরাট? ক্ষেপে কী বললেন রাহুল?
KL Rahul On Virat Kohli Out: পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর মঙ্গলবার অজিদের বিরুদ্ধেও ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ের রাস্তা সহজ করে দিয়েছিলেন কিং কোহলি।

দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পর মঙ্গলবার অজিদের বিরুদ্ধেও ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ের রাস্তা সহজ করে দিয়েছিলেন কিং কোহলি। তবে বিরাটের আউটে একেবারেই খুশি নন কে এল রাহুল। ম্যাচ শেষ হওয়ার পর একটি ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে রাহুলের হতাশাজনক অভিব্যক্তি।
২৬৫ রান তাড়া করতে নেমেছিল ভারতীয় দল। ৪০ তম ওভারের পর বিরাট ও রাহুল ক্রিজে ছিলেন। সেই সময় ড্রিঙ্কস ব্রেকের সময় দেখা যায় রাহুল বিরাটকে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করতে বলছেন। সেই সময় ভারতের প্রয়োজন ছিল ৬৫ বলে ৬০ রান। রাহুল সেই সময় কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাটিং করছিলেন। পরের পাঁচ বলে একটি বাউন্ডারি ও একটি ছক্কাও হাঁকান তিনি। কিন্তু ভারতের রান যখন ৪৫ বলে প্রয়োজন ৪০ রান, সেই সময় বিরাট হঠাৎ নিজের উইকেট হারিয়ে বসেন। অ্য়াডাম জাম্পাকে চালিয়ে স্লপ স্যুইপ করতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে বসেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট তখন মাত্র ১৬ রান দূরে ছিলেন নিজের ৫২ তম ওয়ান ডে শতরান থেকে। বিরাট যখন রাহুলের পাশ দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন, তখন রাহুলকে বলতে শোনা যায়..''ম্য়াঁ মার রাহা থা না..''। অর্থাৎ এই কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায় আমি তো মেরেই খেলছি। রাহুল বোঝাতে চাইছিলেন যে বিরাটের এই শট খেলার কোনও প্রয়োজনই ছিল না। বেকার বেকার নিজের উইকেট তিনি হারালেন।
ম্যাচের সেরার পুরস্কার হাতে কোহলি বলেছেন, 'এই ম্যাচটা পাকিস্তান ম্যাচের মতোই ছিল। আমার কাছে জরুরি ছিল প্রাথমিক ব্যাপারগুলোয় জোর দেওয়া আর সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া। আমি স্ট্রাইক রোটেট করছিলাম, কারণ এই উইকেটে পার্টনারশিপ গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। সেদিনের মতো আজও আমার লক্ষ্য ছিল পার্টনারশিপ গড়ে তোলা। যে সময় আমি আউট হই, লক্ষ্য ছিল আরও ২০ রান যোগ করার। আর ২ ওভারের মধ্যে ম্যাচটা শেষ করতে চেয়েছিলাম। এভাবেই আমি সাধারণত ব্যাট করে থাকি। তবে মাঝে মধ্যে যা পরিকল্পনা করি, মাঠে তা প্রয়োগ করা যায় না।'
View this post on Instagram




















