ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার, নতুন কারা সুযোগ পেলেন?
Champions Trophy 2025 Squad: টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন সিরার্স। কিন্তু কোনও ম্য়াচই খেলতে পারেননি। চোট পেয়ে যান তিনি। ১টি টেস্ট ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন।

ওয়েলিংটন: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে ফেলল নিউজিল্যান্ড। দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে মিচেল স্যান্টনারকে। কেন উইলিয়ামসনকে দলে রাখা হলেও, তিনি কিন্তু অধিনায়ক হিসেবে মাঠে নামবেন না। অন্যদিকে তরুণদের মধ্যে উল্লেখযোগ্য নাম বেন সিয়ার্স, উইল ও রুরকি ও অলরাউন্ডার নাথান স্মিথ।
গত বছর নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন সিরার্স। কিন্তু কোনও ম্য়াচই খেলতে পারেননি। চোট পেয়ে যান তিনি। ১টি টেস্ট ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মিচেল স্যান্টনারের নেতৃত্বে সিরিজ জিতেছে কিউয়ি বাহিনী। এবার সেই স্য়ান্টনারকেই বড় দায়িত্ব দেওয়া হল। তাঁর পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্রর মত তারকারাও। এছাড়াও পেস বোলারদের মধ্য়ে রয়েছেন লকি ফার্গুসনের মত তারকা। উইকেট কিপার ব্যাটার হিসেবে দেখা যাবে টম ল্যাথামকে।
দক্ষিণ আফ্রিকা দলেরও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা হয়ে গেল। তেম্বা বাভুমার নেতৃত্বেই ১৫ সদস্যের প্রোটিয়া বাহিনী ঘোষণা করা হল। দলে ফেরানো হল অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিডিকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। এমনকী আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে প্রোটিয়া শিবির। কিন্তু তার আগে প্রথমবার আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।
পেস বোলিং বিভাগে এনগিডির সঙ্গে রয়েছেন আনরিচ নোকিয়াও। এর আগে ২০১৯ বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপ দুটো আসরেই দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুবারই শেষ মুহূর্তে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার আরও একবার আইসিসি ইভেন্টে সুযোগ পেলেন। এছাড়া অভিজ্ঞ প্লেয়ারদের মধ্য়ে ডেভিড মিলার, এইডেন মারক্রাম, কেশব মহারাজ, হেনরিচ ক্লাসেনরা রয়েছেন। এচাড়াও দীর্ঘকায় পেসার মার্কো ইয়েনসেনও রয়েছেন তালিকায়। তবে পেস বোলিংকে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাডা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
তেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কো ইয়েনসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিচ নোকিয়া, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন, তাবরেজ শামশি, ত্রিস্টান স্টাবস, রাসি ফান ভ্যান ডার ডুসেন
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। রোহিত শর্মার নেতৃত্বই খেলতে নামবে টিম ইন্ডিয়া। হয়ত আগামী ১৮, ১৯ জানুয়ারি চূড়ান্ত দল ঘোষণা করা হবে।




















