ICC Champions Trophy: ভারত সরাসরি আমাদের সঙ্গে কথা বলুক, দাবি তুললে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান
India vs Pakistan: গোটা ক্রিকেট বিশ্ব এই প্রশ্ন নিয়ে তোলপাড়। ভারত পাকিস্তানের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ। তবে পাক বোর্ডের দাবি, তাদের সঙ্গে এ নিয়ে সরাসরি কথা বলেনি বিসিসিআই।
করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) কি শেষ পর্যন্ত পাকিস্তানেই হচ্ছে? নাকি ভারতীয় বোর্ডের দাবি মেনে হাইব্রিড মডেলে করা হবে টুর্নামেন্ট? যেখানে ভারত তাদের ম্যাচ খেলবে অন্য দেশে, আর বাকি টুর্নামেন্ট হবে পাক ভূখণ্ডে... নাকি, পুরো টুর্নামেন্টই হবে নিরপেক্ষ কোনও দেশে, পাকিস্তানকে আয়োজক হিসাবে রেখে?
গোটা ক্রিকেট বিশ্ব এই প্রশ্ন নিয়ে তোলপাড়। ভারত পাকিস্তানের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ। তবে পাক বোর্ডের দাবি, তাদের সঙ্গে এ নিয়ে সরাসরি কথা বলেনি বিসিসিআই। তাই পরের বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিরে ভারতের অংশগ্রহণ নিয়ে তারা কিছুই জানে না বলে জানিয়েছে পিসিবি।
আর এ নিয়ে ভারতীয় বোর্ডের মনোভাব বা অবস্থান জানতে আইসিসি-র দ্বারস্থ হয়েছে পাক ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান লিখিতভাবে তাদের জানাক, দাবি পাক বোর্ডের। আইসিসি-কেও সেটাই জানিয়েছে পিসিবি। কবে ভারতীয় বোর্ড আইসিসি-কে তাদের অবস্থান জানিয়েছে, সেটাও জানতে চেয়েছে পাক ক্রিকেট বোর্ড।
আইসিসি পাক ক্রিকেট বোর্ডের চিঠির কোনও জবাব দেয়নি। তারপরেও পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি সোমবার জানিয়েছেন, তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা নিয়ে ইতিবাচক থাকছেন। প্রসঙ্গত, ১৯৯৬ সালের ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে আর কোনও আইসিসি প্রতিযোগিতা সে দেশেই আয়োজন করার দায়িত্ব পায়নি পাকিস্তান।
সোমবার লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের নকভি বলেছেন, 'আমাদের যা যা প্রশ্ন ছিল তা লিখিত আকারে আইসিসি-তে পাঠানো হয়েছে। আমরা এখনও তাদের উত্তরের অপেক্ষায় রয়েছি। আমি বিশ্বাস করি খেলা ও রাজনীতি সম্পূর্ণ ভিন্ন দুই বিষয় এবং কোনও দেশেরই সেগুলি মিশিয়ে ফেলা ঠিক নয়। এমনকী, এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আমি ইতিবাচক।'
নকভি এ-ও জানিয়েছেন যে, পাকিস্তানের মাটিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ব্যাপারে এখনও ইতিবাচক তাঁরা। এবং হাইব্রিড মডেল ব্যবহার না করার পক্ষপাতী। সেই অবস্থান থেকে তাঁরা সরবেনও না। তবে তিনি এ-ও জানিয়েছেন যে, সরাসরি ভারতীয় বোর্ডের সঙ্গে কতা বলতে চান।
নকভি বলেছেন, 'এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করা প্রত্যেকটি দল এখানে আসতে প্রস্তুত। কারও কোনও সমস্যা নেই। আমি মনে করি, আজ যদি ভারতের কোনও উদ্বেগ থাকে, সেগুলো নিয়ে সরাসরি আমাদের সঙ্গে কথা বলুক। ওদের দুশ্চিন্তা আমরা দূর করে দেব। আমি মনে করি না এখানে না আসার মতো কোনও কারণ ওদের আছে।'
আরও পড়ুন: আইপিএল নিলামের আগে বাংলার হয়ে টি-২০-ও খেলবেন শামি, সৈয়দ মুস্তাক আলিতে অধিনায়ক কে?