Stop Clock Rule: ৬০ সেকেন্ডে ওভার শুরু না করলে পেতে হবে শাস্তি, বড় সিদ্ধান্ত নিল আইসিসি
ICC: ১ জুন থেকেই পুরুষদের সীমিত ওভারের ক্রিকেটে স্টপ ক্লকের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল আইসিসি
দুবাই: এতদিন পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলছিল। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) থেকে স্টপ ক্লক (Stop Clock Rule) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। দুবাইয়ে আজই আইসিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটের ভবিষ্যৎ গতিবিধি নির্ধারণের জন্যই এই বৈঠকসভার আয়োজন করা হয়েছিল।
কী এই স্টপ ক্লক নিয়ম? এই নিয়ম অনুযায়ী বোলিং করা দলকে এক ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ড অর্থাৎ এক মিনিটের মধ্যে পরের ওভার শুরু করতে হবে। মাঠেই এক ইলেকট্রনিক ঘড়িতে ৬০ থেকে শূন্য পর্যন্ত কাউন্টডাউন হবে। কিন্তু এই কাউন্টডাউন কখন থেকে শুরু হবে, সেটা নির্ধারণ করার দায়িত্ব থাকবে তৃতীয় আম্পায়ারের ওপর। যদি বোলিং দল ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভারের প্রথম বল করার জন্য তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম দুইবার আম্পায়ার সতর্কবার্তা দেবেন। কিন্তু তারপরও যদি একই ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে বোলিং দলকে প্রতিক্ষেত্রে পাঁচ রানের পেনাল্টি দেওয়া হবে।
অবশ্য সবক্ষেত্রে এই স্টপ ক্লক নিয়ম কার্যকর হবে না। কিছুক্ষেত্রে এর ব্যতিক্রমও রয়েছে। কখন কখন এই স্টপ ক্লক নিয়মের ব্যতিক্রম ঘটবে? যদি দুই ওভারের মাঝে নতুন ব্যাটার ক্রিজে নামেন। অথবা সরকারিভাবে আম্পায়াররা ড্রিঙ্কস ব্রেকের ঘোষণা করলে। বা মাঠে আহত কোনও ক্রিকেটারের চোট পর্যবেক্ষণের জন্য আম্পায়াররা সম্মতি দিলে। এর পাশাপাশি বোলিং করা দলের নিয়ন্ত্রণের বাইরে কোনও কারণে অধিক সময় লাগলে এই স্টপ ক্লক নিয়মটি কার্যকর হবে না বলে আইসিসির তরফে জানানো হয়েছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই পুরুষদের সীমিত ওভারের ক্রিকেটে এই নিয়ম কার্যকর হতে চলেছে। আইসিসির বৈঠকে বিশ্বকাপ সংক্রান্ত আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। মেগা টুর্নামেন্টের গ্রুপ পর্ব এবং সুপার এইট পর্বে ম্যাচ সম্পূর্ণ হওয়ার জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলকে অন্তত পাঁচ ওভার খেলতে হবে। আর নক আউট ম্যাচের ক্ষেত্রে ওভার সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ১০।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আইপিএলে তিনি নেই, অথচ ভারতের মাটিতে উইকেট ভাঙছেন আর্চার, করছেন মানবিক কাজও