ICC: আইসিসির জুলাই মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হলেন তরুণ ইংরেজ পেসার
ICC Mens Player of the Month: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন অ্যাটকিনসন। এরপরই এই তরুণ পেসারকে সেরা প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে।
দুবাই: আইসিসির তরফে প্রতি মাসের সেরা প্লেয়ার বেছে নেওয়া হয়। এবার জুলাই মাসের সেরা প্লেয়ার বেছে নেওয়া হল। ইংল্যান্ডের তরুণ পেসার গাস অ্যাটকিনসন জুলাই মাসের সেরা প্লেয়ার হিসেবে বিবেচিত হলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন অ্যাটকিনসন। এরপরই এই তরুণ পেসারকে সেরা প্লেয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি ভোটে হারিয়ে দিয়েছেন ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেলকে।
আইসিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে জুলাই মাসের সেরা প্লেয়ার হিসেবে মনোনীত হওয়ার পর অ্যাটকিনসন বলেন, ''আমি অত্যন্ত সম্মানিত আইসিসির এই সম্মান পেয়ে। এটা দারুণ একটা মুহূর্ত। আমার টেস্ট কেরিয়ারটা দুর্দান্তভাবে শুরু হয়েছে। ইংল্য়ান্ডের হয়ে প্রথমবার টেস্ট সিরিজে খেলতে নেমেই এভাবে পারফর্ম করতে পারব, নিজেই ভাবিনি কখনও। আমি দলের সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। কোচ ও অধিনায়ক আমার কাজটা অনেক সহজ করে দিয়েছিলেন।'' এরপরই ইংরেজ পেসার আরও বলেন, ''দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে নামা সবসময়ই গর্বের। সামনে আরও পরিশ্রম করতে হবে আমাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। নিজের ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমি।''
উল্লেখ্য, অ্যান্ডারসনের বিদায়ী টেস্টেই সাদা পোশাকের জাতীয় দলে অভিষেক হয়েছিল অ্যাটকিনসনের। প্রথম টেস্টেই ১২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন এই তরুণ পেসার। সিরিজ শেষে মোট ২২ উইকেট নিয়ে সিরিজের সেরা প্লেয়ারও নির্বাচিত হয়েছেন অ্যাটকিনসন।
এদিকে, ভারতের তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও ছিলেন এই দৌড়ে। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ থেকেই ধারাবাহিক পারফর্ম করে আসছেন এই স্পিনার অরাউন্ডার। প্রথম ম্য়াচেই অলরাউন্ড পারফরম্য়ান্সে তাক লাগিয়ে দিয়েছিলেন। বল হাতে ১১ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন সুন্দর। এছাড়াও ব্যাট হাতেও ২৭ রানের ইনিংস খেলেন তিনি। বাকি চার ম্য়াচেও আরও ৬ উইকেট নিয়েছিলেন সুন্দর। তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন সুন্দর। সিরিজে মোট ৮ উইকেট নেওয়ার জন্য সিরিজ সেরার পুরস্কারও জেতেন সুন্দর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারের ম্য়াচেও ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলেন তরুণ অলরাউন্ডার। সুপার ওভারে বল হাতেও পরপর ২ বলে দুটো উইকেট তুলে নেন ভারতের এই অলরাউন্ডার। যদিও শেষ পর্যন্ত ইংল্যান্ডের পেসার অ্যাটকিনসনই জিতে নিলেন।
আরও পড়ুন: গ্রাহাম থর্পের মৃত্যু স্বাভাবিক ছিল না? বড় মন্তব্য প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের স্ত্রীর