ICC Ranking: টেস্ট ক্রমতালিকায় দুইয়ে উঠে এলেন স্টার্ক, ব্রুক, এগোলেন বোল্যান্ড, প্রথম দশে জয়সওয়াল, গিল
ICC Test Cricket Ranking: অস্ট্রেলিয়ার বোলার স্কট বোল্যান্ড দু ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন বোলারদের তালিকায়। অন্য়দিকে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রুক।

দুবাই: পুরুষদের ক্রিকেটে টেস্ট ফর্ম্য়াটে ক্রমতালিকায় এগােলেন মিচেল স্টার্ক ও নোমান আলি। অ্য়াশেজে দুর্দান্ত ফর্মে রয়েছেন অজি পেসার। অন্যদিকে পাকিস্তানের স্পিনার নোমান আলিও কেরিয়ারের সেরা ক্রমতালিকা দ্বিতীয় স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার বোলার স্কট বোল্যান্ড দু ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন বোলারদের তালিকায়। অন্য়দিকে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রুক। এমসিজিতে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ইংল্যান্ড ব্যাটার।
বক্সিং ডে টেস্টে মেলবোর্নে ৩৬ উইকেট তুলে নিয়েছিলেন পেসাররা। অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ ম্যাচ পরে প্রথমবার জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। ২০১০/২০১১ সালের পর ফের একবার অজি ভূমিতে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড শিবির। সেই টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন এক ইনিংসে স্টার্ক। এই মুহূর্তে নতুন যে টেস্ট ক্রমতালিকা বেরিয়েছে তাতে ৮৪৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অজি পেসার। এখনও পর্যন্ত চলতি অ্য়াশেজে ৪ টেস্টে ২৬ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন স্টার্ক।
ভারতীয় ব্যাটারদের মধ্যে ক্রমতালিকায় আট নম্বর স্থানে আছেন যশস্বী জয়সওয়াল। ১০ নম্বর স্থানে রয়েছেন শুভমন গিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এই মুহূর্তে আর কোনও টেস্ট সিরিজ নেই ভারতের। এই পরিস্থিতিতে ক্রমতালিকায় প্রথম দশে টিকে থাকা কিছুটা চাপের হয়ে যেতে পারে এই দুই ভারতীয়র।
বোলারদের তালিকায় টেস্ট ফর্ম্য়াটে প্রথম দশে রয়েছেন জসপ্রীত বুমরা শুধু। তিনিই শীর্ষে রয়েছেন তালিকায়। ১২ ও ১৩ নম্বরে রয়েছেন মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাডেজা।
কিউয়িদের বিরুদ্ধে ফিরবেন শামি?
চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল শামিকে। কিন্তু চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এছাড়া বারবার চোট আঘাতের জন্য ফর্মও হারিয়েছিলেন। তবে NDTV-র খবরের সূত্র অনুযায়ী আগামী জানুয়ারি মাসে হতে চলা নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মহম্মদ শামি ফিরতে পারেন দলে। বিসিসিআই সূত্রে খবর, ঘরোয়া ক্রিকেটে শামি ধারাবাহিকভাবে গত ২-৩ মাস ধরে খেলছেন। আর পারফর্মও করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''মহম্মদ শামিকে নিয়ে আলোচনা চলছেই। ওকে আমরা হিসেবের খাতা থেকে বাদ রাখিনি কখনওই। কিন্তু ওর ফিটনেসটাই একমাত্র ইস্যু। কিন্তু মাঠে নামলেই উইকেট তুলতে শামি ওস্তাদ। এটা বলা ভুল হবে যে ওকে হিসেবের খাতায় রাখা হয়নি। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শামিকে খেলানো হতে পারে। ২০২৭ বিশ্বকাপেও শামির খেলা সম্ভব।''




















