ICC ODI Ranking: ৪৬ বছর পর ওয়ান ডে ক্রিকেটে ঘটল এই ঘটনা, শীর্ষে ডারিল মিচেল, সিংহাসন হারালেন রোহিত
Daryl Mitchell: নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ডারিল মিচেল ।

দুবাই: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ওয়ান ডে সিরিজে ফের তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা । তিনি রোহিত শর্মা (Rohit Sharma) । ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক । রো-কো জুটির অন্যতম । দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে অবশ্য ধাক্কা খেলেন রোহিত । ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটারের তকমা তাঁর কাছ থেকে ছিনিয়ে নিলেন ডারিল মিচেল । সেই সঙ্গে একটি নজিরও গড়লেন নিউজ়িল্যান্ডের ক্রিকেটার ।
চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ়ে দুরন্ত ছন্দের ইঙ্গিত দিয়েছিলেন রোহিত । সেই সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন রোহিত শর্মা । আইসিসি-র ওয়ান ডে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি । যদিও তার কয়েক সপ্তাহ পরই সেই সিংহাসন হারালেন রোহিত । দ্বিতীয় স্থানে নেমে এলেন তিনি । শীর্ষে উঠে এলেন নিউজ়িল্যান্ডের ড্যারিল মিচেল ।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছেন ডারিল মিচেল । ওয়ান ডে ক্রিকেটে তাঁর সপ্তম সেঞ্চুরি । ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন তিনি । মিচেলের মোট পয়েন্ট ৭৮২ । রোহিত মাত্র এক পয়েন্ট পিছিয়ে । ৭৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হিটম্যান ।
তবে একটি রেকর্ড স্পর্শ করলেন ডারিল মিচেল । নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি । ১৯৭৯ সালে গ্লেন টার্নার ওয়ান ডে ক্রিকেটে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন । তাঁর ৪৬ বছর পর ফের একবার নিউজ়িল্যান্ডের এক ক্রিকেটার আইসিসি ওয়ান ডে ব্যাটারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন । যে কৃতিত্ব কেন উইলিয়ামসনের মতো কিংবদন্তি ব্যাটারেরও নেই ।
🔝 of the tree 👌
— ICC (@ICC) November 19, 2025
Daryl Mitchell reigns supreme for the first time in ICC Men's ODI Batter Rankings 👏
More 👉 https://t.co/ZP1vtB20zq pic.twitter.com/Gwi0CQRFPP
ডারিল মিচেলের মোট সংগৃহীত পয়েন্ট ৭৮২ । তাঁর চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রোহিত । যদিও রোহিতের সামনে ফের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে । ৩০ নভেম্বর থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে সিরিজ । সেই সিরিজে ভাল খেললেই ফের এক নম্বরে উঠে আসতে পারেন রোহিত ।




















