ICC WC 2023: আমদাবাদেই আয়োজিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ?
ICC World Cup 2023: শোনা যাচ্ছে ৫ অক্টোবর থেকে সম্ভবত বিশ্বকাপের আসর বসবে।
নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএল। এই বছরই আবার ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের (ICC WC 2023) আসর বসতে চলেছে। অক্টোবর-নভেম্বর মাসে ভারতে বিশ্বকাপের আসর বসবে। বর্তমানে টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তাই দুই দেশের ক্রিকেটপ্রেমীরাই বিভিন্ন টুর্নামেন্টে অধীর আগ্রহে ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষায় থাকেন। এই বিশ্বকাপেই ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি হবে। খবর অনুযায়ী, আমদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হতে চলেছে।
এর আগে ভারত পড়শি দেশগুলির সঙ্গে মিলে যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করেছে। তবে এই প্রথমবার ভারতেই বিশ্বকাপের সবকয়টি ম্যাচ আয়োজিত হতে চলেছ। দেশের ১৩টি মাঠে বিশ্বকাপের আসর বসবে বলে শোনা যাচ্ছে। তবে এখনও বিসিসিআই বা আইসিসির তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী ভারত-পাক দ্বৈরথ আমদাবাদে এবং ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ চেন্নাইতে আয়োজিত হতে পারে। চলতি আইপিএল শেষেই বিসিসিআইয়ের তরফে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
শোনা যাচ্ছে ৫ অক্টোবর থেকে সম্ভবত বিশ্বকাপের আসর বসবে। নভেম্বর খেলা হবে বিশ্বকাপের ফাইনাল। ফাইনাল ম্যাচটিও আমদাবাদেই আয়োজিত হবে বলে খবর। বেঙ্গালুরু, নাগপুর, তিরুঅনন্তপুরম, মুম্বই, নয়াদিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, রাজকোট, ইনদওর, চেন্নাই এবং ধরমশালা, এই জায়গার স্টেডিয়ামগুলিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হতে পারে বলে দাবি করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচগুলি চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতাতে আয়োজিত হতে পারে। প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপে ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারত পাকিস্তানকে ৮৯ রান পরাজিত করেছিল।
আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?