ICC Women's World Cup 2025: ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচপূর্বে সুনিধি-শো, নাচবেন ৬০ জন, মেগা ফাইনালে আর কী কী চমক থাকছে?
Sunidhi Chauhan: ম্যাচের আগে সুনিধি চৌহান ভারতের জাতীয় সংগীত গাইবেন। দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীতে গাইতে শোনা যাবে ট্যারিন ব্যাঙ্ককে।

মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই নিজেদের প্রথম বিশ্বকাপ জয়ের (ICC Women's World Cup 2025) লক্ষ্যে মাঠে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলাদের বিশ্বকাপ ফাইনালের আসর বসবে। সেই ফাইনালের আসর মাতাবেন বিখ্যাত গায়িকা সুনিধি চৌহান (Sunidhi Chauhan)।
ম্যাচের আগে সুনিধি চৌহান ভারতের জাতীয় সংগীত গাইবেন। দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীতে গাইতে শোনা যাবে ট্যারিন ব্যাঙ্ককে। সুনিধি চৌহানের সঙ্গে ৬০ নৃত্যু পরিবেশনা করবেন। এখানেই শেষ নয়। বিখ্যাত কোরিওগ্রাফার সঞ্জয় শেট্টির তরফে একটি বিশেষ এফেক্ট ফায়ারওয়ার্কস হবে। এখানেও শেষ নয়। ফাইনালে দুই ইনিংসের মাঝে লেজ়ার শো, ৩৫০ জন মাস্ট কাস্টের পারফরম্যান্স এবং ড্রোন ডিসপ্লেও হবে। সুনিধি নিজে এই পারফরম্যান্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন।
বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করার সুযোগ পেলে আপ্লুত সুনিধি বলেন, 'মহিলাদের বিশ্বকাপে পারফর্ম করাটা দারুণ সৌভাগ্যের এবং সেই বড় দিনটার জন্য আমি অপেক্ষা করে রয়েছি। ভারত যেহেতু ফাইনালে পৌঁছেছে এবং মাঠের স্ট্যান্ডগুলিও একেবারে পরিপূর্ণ থাকবে, তাই একটা দারুণ পরিবেশের আশা করছি আমি। ওই দিনটা আমরা সকলেই বহুদিন মনে রাখতে চলেছি।'
স্মৃতির বিয়ে
মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত (Indian Cricket Team)। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে খেতাব জয়ের থেকে আর মাত্র এক ম্য়াচ দূরে হরমনপ্রীত কৌরের দল। আগামী রবিবার ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আপাতত ভারতের মেয়েদের লড়াইকে কুর্ণিশ জানাচ্ছে গোটা দেশ ও গোটা বিশ্ব। কিন্তু এরমধ্য়েই একটি খবর কানাঘুষো শোনা যাচ্ছে। তা হল আগামী মাসেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন স্মৃতি মন্ধানা। দীর্ঘদিনের প্রেমিক পলাশ মুচ্ছলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারকা ওপেনার।
এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেট দলের জার্সিতে বিশ্বকাপে খেলছেন স্মৃতি। সেমিতে খুব আহামরি পারফরম্যান্স করতে না পারলেও টুর্নামেন্টে স্মৃতির ব্যাট থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস এসেছে। দেশের জার্সিতে মহিলা ক্রিকেটের ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক সেঞ্চুরির মালকিনও স্মৃতিই। এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। পাত্র পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর সম্পর্কের কথা গত বছর একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সিলমোহর দিয়েছিলেন। তবে ২০১৯ থেকেই দুজনে সম্পর্কে আছেন বলে জানা গিয়েছিল। আপাতত সূত্রের খবর, আগামী ২০ নভেম্বর বিয়ের দিন পাকা হয়েছে। মহারাষ্ট্রের সাংগলিতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা।




















