IND A vs AUS A: বাবা হতে চলেছেন, সুখবর দেওয়ার দিনই ব্যাট হাতে ফের ব্যর্থ কে এল রাহুল, কোণঠাসা ভারত
KL Rahul: রাহুলের ব্যর্থতা এল এমন একটা দিনে, যেদিন তিনি এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি সুখবর জানিয়েছেন ভক্ত-অনুরাগীদের।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্ট ম্যাচের কঠিন সিরিজ খেলতে রওনা হবে ভারতীয় দল (India vs Australia)। সেই সিরিজের আগে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সে দেশে টেস্ট খেলছে ভারত এ। বর্ডার-গাওস্কর ট্রফির আগে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ দেওয়ার জন্য দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের আগে ভারতীয় এ দলে অন্তর্ভুক্ত করা হয় কে এল রাহুল ও ধ্রুব জুরেলকে। তাঁদের মধ্যে জুরেল মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যাট হাতে বড় রান পেয়েছেন। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ভরসা তিনি। তবে ব্যাট হাতে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ কে এল রাহুল।
প্রথম ইনিংসে ৪ বলে ৪ রান করে আউট হয়ে গিয়েছিলেন রাহুল। শুক্রবার দ্বিতীয় ইনিংসে তিনি আউট হলেন ৪৪ বলে ১০ রান করে। ক্রিজে এমনই থতমত হয়ে ছিলেন রাহুল যে, তাঁর স্ট্রাইক রেট নেমে যায় ২২.৭৩-এ।
রাহুলের ব্যর্থতা এল এমন একটা দিনে, যেদিন তিনি এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি সুখবর জানিয়েছেন ভক্ত-অনুরাগীদের। শুক্রবারই রাহুল ও আথিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, তাঁরা শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। ২০২৫ সালে তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। সোশ্যাল মিডিয়ায় তা জানানোর পরই শুভেচ্ছাবার্তার ঢল। রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদেহ থেকে শুরু করে যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা, অভিনেত্রী রকুল প্রীত - সকলেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।
তবে সেই সৌভাগ্যের রেশ বাইশ গজে টের পেলেন না রাহুল। বরং তাঁর জন্য অপেক্ষা করে ছিল কঠিন সময়। অজি স্পিনার কোরি রচ্চিসিওলির বলে যেভাবে কোনও শট না খেলে দুপায়ের ফাঁক দিয়ে বোল্ড হয়েছেন রাহুল, সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও পরাজয়ের ভ্রুকুটি ভারতীয় শিবিরে।
প্রথম ইনিংসে ভারত অল আউট হয়ে গিয়েছিল ১৬১ রানে। জবাবে অস্ট্রেলিয়া এ দল প্রথম ইনিংসে করে ২২৩ রান। ৪ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণর। মুকেশ কুমার ৩টি ও খলিল আমেদ ২টি উইকেট নিয়েছেন।
View this post on Instagram
তবে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধসের মুখে ভারত। দ্বিতীয় দিনের শেষে ৭৩ রানে ৫ উইকেট খুইয়ে বসেছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ফের ব্যর্থ অভিমন্যু ঈশ্বরণ (১৭), রুতুরাজ গায়কোয়াড় (১১), দেবদত্ত পাড়িক্কল (১)। ধ্রুব জুরেল ১৯ ও নীতীশ রেড্ডি ৯ রানে অপরাজিত। ভারত এ মাত্র ১১ রানের লিড নিয়েছে।
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।