IND vs AUS, 1st ODI: ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ান ডেতে ফিল্ডিংই কি ম্যাচে পার্থক্য গড়ে দিল?
IND vs AUS 1st ODI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬১ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া (Team India)।
মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বইতে সিরিজের প্রথম ওয়ান ডে (IND vs AUS 1st ODI) ম্যাচেই দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। ৬১ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া (Team India)। বল হাতে তিনটি করে উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দেন মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। তবে ম্যাচে ভারতীয় দলের ফিল্ডিংও ছিল চোখে পড়ার মতো।
দুর্দান্ত ফিল্ডিং
মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ও স্টিভ স্মিথ (Steve Smith), অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের দুই বড় ভরসার জায়গা। এই দুই অজি তারকাকে সাজঘরে ফেরাতে ভারতের রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও কেএল রাহুল (KL Rahul) দুইটি চোখধাঁধানো ক্যাচ ধরেন। কুলদীপ যাদবের বলে শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা জাডেজা লাবুশেনের ক্যাচটি ডানদিকে ঝাঁপ দিয়ে ধরেন। আবার কিপিং করা রাহুলও তাঁর ডান দিকে ঝাঁপিয়ে দিয়ে স্টিভ স্মিথের ব্য়াটে ছুঁয়ে আসা বল দস্তানাবদদ্ধ করেন। সীমিত ওভারের ক্রিকেটে ফিল্ডিং বরাবরই ভীষণ গুরুত্বপূর্ণ। আর অল্প রানে এই দুই তারকাকে ফেরাতে পারা কিন্তু অজি দলকে মাত্র ১৮৮ রানে অল আউট করার অন্যতম বড় কারণ বলে গণ্য় করা যেতেই পারে।
Ravindra Jadeja’s Nuts #RavindraJadeja #INDvsAUS pic.twitter.com/uPiO72jxuj
— Maulik Patel (@maulik1127) March 17, 2023
Edged and taken!@hardikpandya7 strikes and how good was that grab behind the stumps from @klrahul 💪
— BCCI (@BCCI) March 17, 2023
Steve Smith departs.
Watch his dismissal here 👇👇#INDvAUS @mastercardindia pic.twitter.com/yss3sj4N4z
ভারতের জয়
লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৮৯। কিন্তু একটা সময় ১৬ রান বোর্ডে তুলতেই ৩ উইকেট খুইয়ে বসেছিল ভারতীয় দল। সেখান থেকে অনেকেই আশা করেনি যে ম্যাচ এভাবে জিতে যাবে ভারতীয় দল। কিন্তু অন্যরকম ভেবেছিলেন কে এল রাহুল। টেস্ট সিরিজে ফ্লপ হয়েছিলেন। কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। চারিদিকে সমালোচিত হচ্ছেন। কিন্তু এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ম্যাচ জেতানো অর্ধশতরানের ইনিংস খেললেন ডানহাতি এই কর্ণাটকী ব্যাটার। ৬১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারত। এই নিয়ে টানা ৮টি ওয়ান ডে ম্যাচে জয় পেল ভারত।
আরও পড়ুন: অগাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টােয়েন্টি সিরিজ খেলবেন রোহিতরা