IND vs AUS 1st Test: মার্ফির ভেল্কিতে কুপোকাত পূজারা, অশ্বিন, শতরানের দিকে এগোচ্ছেন রোহিত
Rohit Sharma: দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারত দুই উইকেট হারালেও, ছন্দে রয়েছেন রোহিত শর্মা। তিনি বর্তমানে ৮৫ রানে ব্যাট করছেন।
নাগপুর: ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭৪ রানের বিনিময়ে দুই উইকেট হারায় ভারতীয় দল। অশ্বিন ও পূজারা, উভয় ব্যাটারকেই মার্ফি আউট করেন। তবে রোহিত (Rohit Sharma) নিজের খেলা চালিয়ে যাচ্ছেন। ৮৫ রানে ব্যাট করছেন তিনি। দ্বিতীয় দিনের লাঞ্চে তিন উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৫১। আপাতত ২৬ রানে পিছিয়ে রয়েছে ভারত।
পরপর ধাক্কা
দ্বিতীয় দিনের শুরুটা এক উইকেটের বিনিময়ে ৭৭ রানে করেছিল ভারতীয় দল। রোহিতের সঙ্গে নাইট ওয়াচ ম্যান হিসাবে মাঠে নেমেছিলেন আর অশ্বিন। অশ্বিন ও রোহিত দিনের শুরুটা বেশ ভালই করেছিলেন বটে। তবে এই ম্যাচেই অভিষেক ঘটানো টড মার্ফিই অশ্বিনকে সাজঘরে ফেরান। অশ্বিন আউট হলেও রোহিত নিজের ইনিংস চালিয়ে যান। চেতেশ্বর পূজারাও তাঁকে সঙ্গ দিতে পারেননি। মাত্র সাত রানে সাজঘরে ফেরেন তিনি। আবারও অজিদের সাফল্য এনে দেন মার্ফি।
১৭ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বেশ খানিকটা চাপেই পড়ে যায় ভারত। তবে বর্তমানে রোহিতকে সঙ্গ দিচ্ছেন বিরাট কোহলি। মতান্তরে ভারতের দুই সেরা ব্যাটার দিকে তাকিয়ে গোটা দেশ। প্রথম ইনিংসে বড় রানের লিড নেওয়ার জন্য এই দুই ব্যাটারের বড় রানের ইনিংস খেলাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিরাট ভাল ফর্মেও রয়েছেন। তাই তাঁর থেকে বড় ইনিংসের প্রত্যাশাও রয়েছে। আপাতত অস্ট্রেলিয়ার থেকে প্রথম ইনিংসে ২৬ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
ম্যাচ রেফারির ডাক
পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন, আর সেই ম্যাচের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট। জাতীয় দলে রবীন্দ্র জাডেজার প্রত্যাবর্তনটা স্বপ্নের মতোই হয়েছে। কিন্তু দুরন্ত বোলিং করলেও, প্রথম দিনের খেলা শেষে জাডেজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে অজি মিডিয়া। ভাইরাল হওয়া এক ভিডিওতে বল করার আগে মহম্মদ সিরাজের দিকে এগিয়ে যেতে দেখা যায় জাডেজাকে। তারপর সিরাজের হাত থেকে কিছু একটা নিয়ে আঙুলে ঘষতে দেখা যায় ভারতের তারকা বোলারকে।
গোটা ঘটনাটি নিয়ে শুরু হয় জলঘোলা। তবে জাডেজার ব্যবহৃত এই ক্রিম নিয়ে ম্যাচ রেফারিকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের তরফে। ভারতীয় দল রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে জানায় যে জাডেজা হাতের ব্যাথা নিরাময় করার জন্যই তিনি ওই ক্রিমের ব্যবহার করেছিলেন। খবর অনুযায়ী, প্রথম দিনের খেলা শেষে পাইক্রফ্ট দ্রুতই ভারতীয় দলের ম্যানেজারকে ডেকে এই ঘটনার ভিডিওটি দেখান। ম্যাচ রেফারি কেবল ভারতীয় দলের থেকে ঘটনার বিষয়টি জানাতে চেয়েছিলেন। জাডেজাকে কোনওরকম শাস্তি দেওয়া হয়নি।
আরও পড়ুন: পিচ বুঝতে ভুল করেছে অস্ট্রেলিয়া! কী বললেন তারকা ব্য়াটার হ্যান্ডসকম্ব