IND vs AUS 2nd Test: শততম টেস্টে পূজারাকে 'গার্ড অফ অনার' দিয়ে স্বাগত জানালেন ভারতীয় সতীর্থরা
Chetesthwar Pujara: শততম টেস্ট উপলক্ষে পূজারার হাতে এক বিশেষ টুপি তুলে দেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাওস্কর।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (IND vs AUS 2nd Test) মাঠে নেমেই মাইলফলক স্পর্শ করলেন চেতেশ্বর পূজারা (Chetesthwar Pujara)। ১৩তম ভারতীয় হিসাবে ১০০টি টেস্ট খেলার কীর্তি গড়লেন পূজারা। ভারতীয় তারকাকে মাইলফলক ম্যাচে দারুণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানায় ভারতীয় দলের সতীর্থরা।
পূজারাকে অভ্য়র্থনা
পূজারার এই কীর্তিতে স্বাভাবিকভাবেই গোটা ভারতীয় দলকে বেশ উচ্ছ্বসিত দেখায়। ম্যাচ শুরুর আগে পূজারাকে 'গার্ড অফ অনার' দেন ভারতীয় দলের তারকারা। রবীন্দ্র জাডেজা ও রোহিত শর্মার মুখের হাসি ছিল চোখে পড়ার মতো। পূজারাকেও বেশ হাসিখুশি দেখায়। তিনি গোটা দলের সঙ্গে একটি ছবিও তোলেন বটে। প্রসঙ্গত, ১০০ নম্বর টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করায় সুনীল গাওস্কর (Sunil Gavaskar) তাঁকে এক বিশেষ টুপিও দেন। ভারতীয় তারকা ব্য়াটারের স্ত্রী, কন্যা, বাবার উপস্থিতিতে, সতীর্থদের করতালির মধ্যে তাঁর হাতে এক বিশেষ টুপি তুলে দেন ভারতীয় কিংবদন্তি।
A guard of honour and a warm welcome for @cheteshwar1 on his 1⃣0⃣0⃣th Test 😃👌#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/jZoY1mjctu
— BCCI (@BCCI) February 17, 2023
গাওস্করের মতামত
পূজারার হাতে টুপি তুলে দিয়েই ১০০টি টেস্ট খেলার জন্য কোনও ক্রিকেটারকে কতটা খাটা খাটনি করতে হয়, সেই বিষয়টি তুলে ধরেন গাওস্কর। তিনি বলেন, 'এই স্তরে পৌঁছতে গেলে প্রচুর খাটা খাটনি তো করতে হয়। অনেক চড়াই উতরাইয়ের মধ্যেও নিজের আত্মবিশ্বাস অটুট রাখতে হয়। তুমি যখন ব্যাট করতে নামো, তোমায় দেখে মনে হয় তুমি শুধু ব্যাট নয়, সঙ্গে করে ভারতীয় পতাকাও নিয়ে নামছ। বার বার শরীরে আঘাত পেলেও, কখনও তুমি ক্রিজ ছেড়ে যাও না। দেশের জন্য সবটা উজাড় করে দাও। বোলারদের তোমার উইকেট প্রচুর খাটনি করে অর্জন করতে হয়।'
গাওস্কর আশা করছেন পূজারাই প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকাবেন এবং দলকে ম্যাচ জিততেও সাহায্য করবেন। কিংবদন্তি গাওস্করের হাত থেকে শততম টেস্টে বিশেষ ক্যাপ পেয়ে উচ্ছ্বসিত পূজারাও। তিনি বলেন, 'আমি ছোট থেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু ১০০ টেস্ট ম্যাচ খেলতে পারব, এটা স্বপ্নেও ভাবিনি। এটা আমার কাছে এক বিশেষ মুহূর্ত। আমার মতে টেস্টে ক্রিকেটই সর্বসেরা খেলা। এই ফর্ম্যাটে ধৈর্য ও চরিত্রের পরীক্ষা হয়। জীবন এবং টেস্ট ক্রিকেটের মাঝে কিন্তু প্রচুর মিল রয়েছে। দুই ক্ষেত্রেই কঠিন পরীক্ষা পরেই তো আমরা আরও উন্নত হতে পারি।'
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে উইকেটের সেঞ্চুরি অশ্বিনের, সামনে শুধু কুম্বলে