IND vs AUS 4th Test: ব্যাটে নজর কেড়েছেন ছেলে, নিজের নম্রতায় মুগ্ধ করলেন নীতীশের বাবা, গাওস্করকে দেখেই করলেন প্রণাম
Sunil Gavaskar: সুনীল গাওস্কর নীতীশ রেড্ডির বাবা-মাকে জানান তাঁদের জন্যই দেশ একটা নতুন হীরে পেয়েছে।
মেলবোর্ন: ব্যাট হাতে ছেলের দৌরাত্ম্যের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এবার বাবার নম্রতাও দেখলেন ক্রিকেটপ্রেমীরা। বক্সিং ডে টেস্টে নীতীশ কুমার রেড্ডির শতরানের পর তাঁর বাবা মুত্যালা রেড্ডিসহ নীতীশের মা, বোনও তাঁর সঙ্গে টিম হোটেলে সাক্ষাৎ করেন। পরিবারের আবেগঘন রিইউনিয়ানের ভিডিও এখন ভাইরাল। নীতীশের বাবা মুত্যালা (Mutyala Reddy) সুনীল গাওস্করদের সঙ্গে দেখা করারও সুযোগ পান। তারপর তিনি যা করলেন, তা সকলেরই মন জিতে নিতে বাধ্য।
মুত্যালা ধারাভাষ্যকারদের বক্সে সুনীল গাওস্কর ও রবি শাস্ত্রীর সঙ্গে দেখা করেন। রেড্ডি পরিবারের সঙ্গে দেখা হওয়ার পরেই সর্বপ্রথম সকলকে শুভেচ্ছাবার্তা দেন গাওস্কর। তিনি জানিয়ে দেন তাঁদের জন্যই দেশ একটা নতুন হীরে পেয়েছে। তবে শুধু দেখা করাই নয়, গাওস্করের পাও ছুঁয়ে তাঁকে প্রণাম করেন নীতীশের বাবা। প্রথমে ভারতীয় কিংবদন্তি কিঞ্চিৎ ইতস্তত করলেও, নীতীশের বাবা একেবারে নতমস্তক হয়ে তাঁর পা ছুঁয়েই তাঁকে প্রণাম করেন। এরপর মুত্যালার সঙ্গে আবেগঘন গাওস্কর বেশ খানিকক্ষণ কথাও বলেন। গোটা ভিডিওটি এখন ভাইরাল।
A father's pride, a son's resolve! 💙#NitishKumarReddy's father, #MutyalaReddy shares an emotional journey, as #RaviShastri & #SunilGavaskar hail the grit, character & sacrifices behind the glory! 🫡💪🏻#AUSvINDOnStar 👉 4th Test, Day 4, LIVE NOW! pic.twitter.com/fLK7rWvSOd
— Star Sports (@StarSportsIndia) December 29, 2024
নীতীশের কৃতিত্বে কিন্তু তাঁর রাজ্য ক্রিকেট সংস্থাও গর্বিত। অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার নীতীশ কুমার রেড্ডি অজ়িভূমে দেশকে গর্বিত করেছেন। রাজ্যের ক্রিকেটারের সেঞ্চুরিতে আপ্লুত অন্ধ্র ক্রিকেট সংস্থার (Andhra Cricket Association) সভাপতি কেসিনেনি শিবনাথ। এই গর্বের দিনে তরুণ ক্রিকেটারের জন্য বিরাট আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলেন তিনি।
শিবনাথ বলেন, 'এটা অন্ধ্র ক্রিকেট সংস্থার জন্য খুবই গর্বের এবং আনন্দের একটা দিন। অন্ধ্রর একজন ক্রিকেটার দেশের হয়ে টি-টোয়েন্টি খেলছে, টেস্ট দলে সুযোগ পাচ্ছে, এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। ওকে সম্মান জানাতে সেই কারণেই অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে নীতীশ কুমার রেড্ডিকে ২৫ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: একের পর এক ক্যাচ মিস জয়সওয়ালের, মাঠেই ক্ষোভে ফেঁটে পড়লেন অধিনায়ক রোহিত