IND vs AUS 4th Test: একের পর এক ক্যাচ মিস জয়সওয়ালের, মাঠেই ক্ষোভে ফেটে পড়লেন অধিনায়ক রোহিত
Yashasvi Jaiswal: বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে এক দুই নয়, তিনটি ক্যাচ মিস করেন যশস্বী জয়সওয়াল।
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের (IND vs AUS 4th Test) তৃতীয় দিনে নীতীশ রেড্ডির দুরন্ত শতরান ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিল। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে যশপ্রীত বুমরার আগুনে বোলিং সেখানে ভারতীয় দলের জয়ের বড় সুযোগ তৈরি করে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তাতে ভারতীয় দলের ম্যাচ, সিরিজ় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া, তিনটি নিয়েই যথেষ্ট সংশয় রয়েছে।
কথায় আছে 'ক্যাচেস উইন ম্যাচেস'। সেই ক্যাচ ফস্কেই কি ম্যাচ ফস্কাল ভারতীয় দল! উঠছে প্রশ্ন। আর এই জেরেই সমালোচনার শিকার হচ্ছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। যশপ্রীত বুমরা যখন দ্বিতীয় সেশনে তিনটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে, ৯১ রানে ছয় উইকেট হারিয় ধুঁকছে অজ়িরা, সেখানে জয়সওয়াল এক, দুই নয় তিন তিনটি ক্যাচ ফস্কালেন। এতগুলি ক্যাচ ফস্কানোয় জয়সওয়ালের ওপর মাঠেই মেজাজ হারালেন রোহিত শর্মা (Rohit Sharma)।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে বুমরার বলে লেগ গালিতে উসমান খাওয়াজার ক্যাচ ফস্কান জয়সওয়াল। এরপর ম্যাচের ৪০তম ওভার। গালিতে মার্নাস লাবুশেনের বেশ সহজ ক্যাচ ফেলেন জয়সওয়াল। ততক্ষণে অজ়ি দলের টপ অর্ডার ব্যাটারদের প্রায় সকলেই সাজঘরে ফিরেছেন। লাবুশেন আউট হলে, অজ়িদের পক্ষে যে সেটা বড় ধাক্কা হত, তা বলাই বাহুল্য। শেষমেশ ৭০ রান করে মাঠ ছাড়েন লাবুশেন। এই ক্যাচ ফেলার পরেই ক্যামেরা ভারতীয় অধিনায়কের দিক তাক করলে দেখা যায় রোহিত হাত ছুড়ে স্পষ্টতই নিজের রাগ ও হতাশা প্রকাশ করেন। এর নয় ওভার পরে প্যাট কামিন্সেরও ক্যাচ ফেলেন যশস্বী।
— The Game Changer (@TheGame_26) December 29, 2024
এমন গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফস্কানোর বড় খেসারত দিতে হয় ভারতীয় দলকে। দিনশেষে অস্ট্রেলিয়া ৯১ রানে ছয় থেকে নয় উইকেটে ২২৮ রানে দিনশেষ করে। অস্ট্রেলিয়া ৩৩৩ রানে আপাতত এগিয়ে। এমন পরিস্থিতিতে ভারতীয় দলের ম্যাচ জেতাটা যে বেশ কঠিন, তা বলাই বাহুল্য। যদিও মাঠে অধিনায়কের এমন আচরণ করাটাকে মাইকেল হাসি, অ্যালিসা হিলির মতো তারকারা একেবারেই সমর্থন করেননি। জয়সওয়াল ক্যাচ মিস করলেও রোহিতের এমন প্রতিক্রিয়া অনভিপ্রেত ছিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ক্যাচ মিস করায় ভারতীয় দলের যে চাপ বেড়েছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: তাঁকে ধাক্কা মেরে প্রবল সমালোচনার শিকার বিরাট, মাঠে সেই কোহলিরই নকল করলেন কনস্টাস, ভাইরাল ভিডিও