Virat Kohli Century: ১০২৫ দিনের খরা কাটিয়ে শতরান, সোশ্যাল মিডিয়ায় শোরগোল, কুর্নিশ জানালেন প্রতিপক্ষ তারকাও
Virat Kohli: আমদাবাদে এই ম্যাচে করা ১৮৬ রানই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির সর্বোচ্চ টেস্ট স্কোর।
আমদাবাদ: ১০২৫ দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। অবশেষে টেস্ট ক্রিকেটে নিজের ২৮তম শতরান হাঁকালেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টর চতুর্থ দিনে দারুণ ধৈর্য্যের উদাহরণ দিয়ে অনবদ্য ১৮৬ রানের ইনিংস খেলেন 'কিং কোহলি'। এটি বিরাটের কেরিয়ারের ৭৫তম আন্তর্জাতিক শতরান। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে বিরাট শতরান হাঁকালেও লাল বলের ক্রিকেটে তাঁর ফর্ম নিয়ে বারংবার প্রশ্ন উঠছিল। সেই সকল প্রশ্নের জবাব ব্যাট হাতেই দিলেন বিরাট।
বিরাটকে কুর্নিশ
শুভমন গিলের ১২৮ রানের পর বিরাট কোহলির ব্যাটে ভর করেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রানের স্কোর টপকে যেতে সক্ষম হয়। তাঁর ও অক্ষর পটেলের ১৬২ রানের পার্টনারশিপ ভারতীয় দলকে লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিরাটের দুরন্ত শতরানে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগী থেকে প্রতিপক্ষ দলের তারকা ব্যাটার, কেউই বিরাটের বিরাটকে শুভেচ্ছা জানাতে কুণ্ঠা করেননি। অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার, 'চ্যাম্পিয়নদের নিয়ে কখনই সন্দেহ করা উচিত নয়।' প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও বিরাটকে শুভেচ্ছা জানান।
View this post on Instagram
Now the comeback feels complete! 👑💙#ViratKohli𓃵 #INDvAUS #BorderGavaskarTrophy pic.twitter.com/LLfyF7HmIV
— KolkataKnightRiders (@KKRiders) March 12, 2023
Two completely different and opposite generations bowing down to Virat Kohli. Iconic. ❤️pic.twitter.com/4vD9luaTAl
— S. (@Sobuujj) March 12, 2023
What a pic - Steve Smith appreciating Virat Kohli. pic.twitter.com/idEsbj5Wkt
— Johns. (@CricCrazyJohns) March 12, 2023
This is Virat Kohli the batter. Has the power and the tools, and knows when to use what. Well played @imVkohli 👏🏽 #INDvAUS pic.twitter.com/TSmEV2G2jD
— Wasim Jaffer (@WasimJaffer14) March 12, 2023
শ্রেয়সের চোট
ভারতীয় শিবিরে ফের উদ্বেগ। বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে (India vs Australia 4th Test) আমদাবাদে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের মাঝেই পিঠের ব্যথায় নাজেহাল ভারতীয় তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) স্ক্যান করতে পাঠানো হল। এর জেরে তিনি ভারতের প্রথম ইনিংসে ব্যাটও করতে নামেননি।
শ্রেয়স চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে শনিবার পিঠে ব্যথার কথা ম্যানেজমেন্টকে জানান। এরপরেই তাঁকে স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় বোর্ডের তরফে রবিবার, ১২ মার্চ শ্রেয়সকে স্ক্যান করাতে নিয়ে যাওয়ার কথা জানানো হয়। ভারতের মেডিক্যাল দল শ্রেয়সের বর্তমান পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। শ্রেয়স সাধারণত ভারতের হয়ে পাঁচ নম্বর ব্যাট করতে নামেন। তবে সেই জায়গায় রবীন্দ্র জাডেজা ব্যাট করতে নামেন।
জাডেজা আউট হয়ে যাওয়ার পরে শ্রীকর ভারত, রবিচন্দ্রন অশ্বিনরা ব্যাট করতে নামলেও ব্যাটে নামেননি শ্রেয়স। প্রসঙ্গত, আর মাত্র ১৯ দিন পরেই আইপিএল শুরু হতে চলেছে। শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করবেন। আইপিএল মরসুম শুরু তাঁর চোট কতটা গুরুতর, সেই নিয়ে কিন্তু কেকেআরও বেশ খানিকটা চিন্তায় থাকবে।