IND vs AUS: 'রোহিত, বিরাটের থাকাটা...' অধিনায়ক শুভমনের বর্তমান পরিস্থিতি নিয়ে অকপট অক্ষর পটেল
Shubman Gill: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের মাধ্যমেই ওয়ান ডে অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ করবেন শুভমন গিল।

পারথ: আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। রবিবারই অজ়িভূমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। এই সিরিজ়ের মাধ্যমেই ওয়ান ডে অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ করবেন শুভমন গিল (Shubman Gill)। দলে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli)মতো মহাতারকাদের গিল কীভাবে সামলান, সেই দিকে সকলেরই নজর রয়েছে। বর্তমানে অধিনায়ক গিলের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অক্ষর পটেল (Axar Patel)।
অক্ষর জানান শুভমন গিল একেবারেই অধিনায়কত্বের চাপে ভুগছেন না এবং দলের সিনিয়র ক্রিকেটাররা যথাসম্ভব তরুণদের মদতও করছেন। ভারতের তারকা অলরাউন্ডার রিপোর্টারদের জানান, 'অধিনায়ক হওয়ার পরে কিন্তু ও বাড়তি চাপে ভুগছে না। এটা বেশ ভাল একটা গুণ। আমি অতীতে অন্যান্য অধিনায়কদের সঙ্গে খেলেছি। এখন তরুণরা এগিয়ে আসছে। বর্তমানে দলে বেশ কিছু বদল ঘটছে। আমরা এই সময়ে তরুণদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। দলের খেলার স্টাইল নিয়ে কথাবার্তা বলছি। তবে তরুণ ক্রিকেটাররা আজকাল আইপিএলে খেলার সুবাদে একদম তৈরিই থাকে।'
রোহিত, বিরাটের মতো প্রাক্তন অধিনায়কদের দলে থাকা কিন্তু শুভমন গিলের পক্ষে বেশ লাভদায়কই হবে বলে মনে করছেন অক্ষর পটেল। 'রোহিত এবং বিরাট, দুইজনই এখানে রয়েছেন। শুভমনের জন্য দারুণ উদাহরণ। দলের এই পরিবর্তনের সময় তরুণদের সঙ্গে সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন, এটা খুবই ভাল বিষয়। এর ফলে তরুণরা বিভিন্ন পরিস্থিতি কীভাবে সামলাতে হবে সেই বিষয়ে জানতে পারবে। মাঠে কী করা উচিত, আর কী নয়, এই নিয়েই সাজঘরে আমাদের আলোচনা হয়। রোহিত ও বিরাটের এই সাজঘরে থাকাটা শুভমনের জন্য খুবই ভাল। ও অধিনায়ক হিসাবে সিনিয়র থেকে শিখে নিজে উন্নত করতে পারবে।' মত অক্ষরের।
অজ়িভূমে যে কোনও ফর্ম্যাটে লড়াইটা বরাবরই বেশ কঠিন হয়। তবে অক্ষরের মতে দলে তারুণ্য এবং অভিজ্ঞতার সঠিক মেলবন্ধন রয়েছে যা দলকে সাফল্য এনে দিতে সাহায্য করবে। এই সিরিজ়ে ২২ গজের লড়াইটা শুরু হতে এখনও খানিকটা সময় বাকি। তবে তার আগে ইতিমধ্যেই কিন্তু মাঠের বাইরের লড়াইটা শুরু হয়ে গিয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেটে 'হ্যান্ডশেক' বিতর্কে উত্তাল হয়েছে ক্রিকেটবিশ্ব। সেই করমর্দন-বিতর্ককেই টেনে এনে ভারতীয় দলকে খোঁচা দিতে দেখা গেল অজ়িদের। সম্প্রতি কায়ো স্পোর্টসের সোশ্য়াল মিডিয়ায় এক ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে অজি ক্রিকেটাররা ভারতীয়দের এই করমর্দন নিয়ে খোঁচা দিচ্ছেন। মাঠের বাইরের লড়াই যেখানে এমন জমজমাট, সেখানে মাঠেও হাড্ডাহাড্ডি এক সিরিজ় দেখার আশা কিন্তু সমর্থকরা করতেই পারেন।




















