IND vs AUS: গোড়ালিতে চোট, ভারতের বিরুদ্ধে সিরিজেও নাও খেলতে পারেন, নিজেই জানালেন অজি তারকা
Glenn Maxwell: দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও, তিনি রামধনুর দেশ থেকে কোনও ম্যাচ না খেলেই দেশে ফেরেন।
নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে এশিয়া কাপ (Asia Cup 2023)। বিশেষজ্ঞরা এই টুর্নামেন্টকে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন। তবে ভারতীয় দল এশিয়া কাপ ও বিশ্বকাপে মাঝে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ও খেলবে। সেই সিরিজ়ের মাধ্যমেই বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইবে ভারত, অস্ট্রেলিয়া দুই দলই। তবে অজি তারকা অলরাউন্ডারকে এই সিরিজ়়ে নাও দেখা যেতে পারে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলছে অস্ট্রেলিয়া। সেই সফরের শুরুর দিকেই ২৩ অগাস্ট গোড়ালিতে চোট পান গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। দেশে ফিরে গিয়েছেন তিনি। যদিও সেটা মূলত তাঁর সন্তানের জন্মের জন্যই। অতীতে এক দুর্ঘটনায় ম্যাক্সওয়েলের পা ভেঙে গিয়েছিল। সেই কারণেই আরও বেশি করে তাঁর বিষয়ে অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট সর্তকতা অবলম্বন করছে। এ মাসের শেষের দিকেই ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ়। সেই সিরিজ়ে ম্যাক্সওয়েলের খেলার ক্ষীণ আশা থাকলেও, তিনি বিশ্বকাপের আগে নিজেও ঝুঁকি নিতে চাননা বলে জানান অজি অলরাউন্ডার।
ম্যাক্সওয়েল বলেন, 'আমি ভারতের বিরুদ্ধে সিরিজ়ে কিছু ম্যাচ তো খেলতে চাই। তবে সেই সিরিজ়ে খেলতেই হবে বলে আমার উপর কোনও বাড়তি চাপ নেই। নির্বাচকরা সকলেই আমার সঙ্গে সহযোগিতা করছেন। ওরা আমার উপর বাড়তি চাপ তৈরি করতে চান না, কারণ বিশ্বকাপের আগে কিছুটা সময় তো আছেই। তাই জোর জবরদস্তি আগেভাগে মাঠে না নেমে, নিজেকে বাড়তি খানিকটা সময় দিয়ে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরাটাই লক্ষ্য।'
ম্যাক্সওয়েল জানান তাঁর চোট খুব গুরুতর নয়। এই সপ্তাহেই চোট সারিয়ে তিনি অনুশীলনেও ফিরবেন বলেন জানান। 'আমি তো ইতিমধ্যেই জিম করা শুরু করে দিয়েছি। সুতরাং সম্ভবত এই সপ্তাহেই পুরোদমে অনুশীলনও শুরু করে দিতে পারব। তাই খুব বেশিদিন আমায় মাঠের বাইরে থাকতে হচ্ছে না। বিষয়টা হল যে ওই আগের চোটটা সম্পূর্ণ সারেনি এখনও।' বলেন অজি অলরাউন্ডার। প্রসঙ্গত, বিশ্বকাপের আগে ২২ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় খেলবে। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সেই সিরিজ়। বিশ্বকাপেও আট অক্টোবর তামিলনাড়ুতে মুখোমুখি হবে দুই শক্তিধর দেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপের মাঝেই বাবা হলেন বুমরা, পুত্রসন্তান এল ভারতীয় তারকার ঘরে