IND vs AUS 1st ODI : "আমার কাছে বড় সুযোগ", প্রথম একদিনের ম্যাচে খেলতে মুখিয়ে অশ্বিন
R Ashwin: BCCI একটি ভিডিও পোস্ট করেছে। তাতে অশ্বিনকে বলতে শোনা যাচ্ছে, দল নির্বাচনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট আগাগোড়া তাঁকে লুপে রেখেছে
নয়াদিল্লি : দীর্ঘদিন পর স্কোয়াডে। তাই তাঁকে নিয়ে এখন জল্পনার শেষ নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কি জায়গা করে নিতে পারবেন ? এমনই চর্চায় মশগুল ক্রিকেট বিশ্লেষকরা। কিন্তু, কী ভাবছেন ভারতীয় বোলিং লাইন-আপের অন্যতম সেরা অস্ত্র তথা স্পিনার-অলরাউন্ডার (Spinner and All Rounder) আর অশ্বিন (Ravichandran Ashwin) ? অশ্বিন বলছেন, এটা তাঁর কাছে একটা বড় সুযোগ। তিনি অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিনটি ম্যাচই উপভোগ করতে চাইছেন।
𝗙𝗼𝗿 𝗺𝗲, 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻 𝗖𝗿𝗶𝗰𝗸𝗲𝘁 𝗶𝘀 𝘃𝗲𝗿𝘆 𝗰𝗹𝗼𝘀𝗲 𝘁𝗼 𝗺𝘆 𝗵𝗲𝗮𝗿𝘁 🙌
— BCCI (@BCCI) September 22, 2023
An excited @ashwinravi99 speaks about trying to push barriers, taking pride in performance & enjoying the game 👌👌 - By @28anand
Full Interview 🎥🔽 #TeamIndia | #INDvAUS
BCCI একটি ভিডিও পোস্ট করেছে। তাতে অশ্বিনকে বলতে শোনা যাচ্ছে, দল নির্বাচনের ক্ষেত্রে ম্যানেজমেন্ট আগাগোড়া তাঁকে লুপে রেখেছে। প্রসঙ্গত, দেশের জার্সি গায়ে শেষ বার গত বছর একদিনের ম্যাচ খেলেছিলেন ভারতের এই তারকা স্পিনার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অশ্বিন বলছেন, "আমার কাছে এটা একটা বড় সুযোগ। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি কী সাফল্য অর্জন করতে চাইছি সেটা বিষয় নয়। আমি উপভোগ করতে চাই এবং উপভোগ করার জন্য সেরা সুযোগটা নিজেকে দিতে চাই। ওয়েস্ট ইন্ডিজ থেকে আমি ফিরে এসেছিলাম। একটা ব্রেক নিচ্ছিলাম। কিছু ক্লাব ম্যাচ খেলছিলাম। যদিও টিম ম্যানেজমেন্ট আমাকে লুপে রেখেছিল। ম্যানেজমেন্ট (Team Management) বলেছিল, সুযোগ আসতে পারে, তৈরি থেকো। আমি শুধু ফিটনেসে নজর দিয়েছিলাম। কিছু ওভারও বল করা শুরু করি।"
তাঁর সংযোজন, "নিজের উপর আস্থা রেখেছিলাম। যদি আপনার উপর এমন কোনও প্রত্যাশা থেকে থাকে যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাহলে হতাশা আসতে পারে। আমি একটু আলাদা কিছু করতে চেয়েছিলাম, যেটা আমার দৃষ্টিকোণ থেকে ভিন্ন। তাই আমি কিছু বিশেষ দিকে কাজ করছিলাম। কারণ, একদিনের ক্রিকেট এখন আর স্পিন-ভিত্তিক নেই। বরঞ্চ ক্রিজে কী দিচ্ছেন তার উপর নির্ভর করছে, এর ব্যবহারের উপর নির্ভর করছে। আমি সবসময় নিজেকে সমস্যাবহুল জায়গায় রাখতে চেয়েছি এবং বাধন ভাঙতে চেয়েছি। কারণ, আমার কাছে সবের প্রথমে যেটা আসে তা হল, পারফরম্যান্সের উপর আমার গর্ব বোধ।"