IND vs AUS Match Highlights: টিম ডেভিডের ক্যাচ ফেলেছিলেন, বিধ্বংসী ইনিংসে ভারতকে ম্যাচ জিতিয়ে প্রায়শ্চিত্ত ওয়াশিংটনের
India vs Australia: হোবার্টে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত। পাঁচ ম্যাচের সিরিজ তিন ম্যাচের পর আপাতত ১-১।

হোবার্ট: ক্রিকেট যেমন নেয়, তেমন ফিরিয়েও দেয়। যার নবতম নিদর্শন রবিবারের ওয়াশিংটন সুন্দর।
কুলদীপ যাদবের মতো ছন্দে থাকা উইকেট সংগ্রহকারী স্পিনারকে বসিয়ে একাদশে তামিলনাড়ুর অফস্পিনারকে সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার ইনিংসে যিনি ফিল্ডিং করছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। মাঠের সেই জায়গা, যেখানে জন্টি রোডস থেকে শুরু করে রিকি পন্টিং, যুবরাজ সিংহ, গ্লেন ফিলিপ্সের মতো বিশ্বের সেরা ফিল্ডাররা দাঁড়িয়েছেন বা দাঁড়ান। আর সেখানে দাঁড়িয়ে কি না লোপ্পা ক্যাচ ফেলে দিলেন সুন্দর!
যদিও শেষ পর্যন্ত ব্যাট হাতে প্রায়শ্চিত্ত করলেন তিনি। চাপের মুখে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ২৩ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ভারতকে জেতালেন। হোবার্টে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত। পাঁচ ম্যাচের সিরিজ তিন ম্যাচের পর আপাতত ১-১। বাকি দুই ম্যাচে হবে সিরিজের ফয়সালা।
যশপ্রীত বুমরার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে যখন তাঁর লোপ্পা ক্যাচ ফেললেন ওয়াশিংটন সুন্দর, স্কোরবোর্ডে টিম ডেভিডের (Tim David) নামের পাশে ছিল ১১ বলে ২০ রান। সেই ডেভিড যখন শেষ পর্যন্ত ৩৮ বলে ৭৪ রান করে শিবম দুবের বলে বাউন্ডারি লাইনে তিলক বর্মার তালুবন্দি হলেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৩৮ বলে ৭৪ রান। ভারত তখন প্রবল চাপে।
টিম ডেভিডের পাশাপাশি ৩৯ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মার্কাস স্টোইনিসও। শেষ দিকে চালিয়ে খেলে ১৫ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন ম্যাথু শর্টও। ২০ ওভারের শেষে অস্ট্রেলিয়া তোলে ১৮৬/৬।
জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ১৬ বলে ২৫ রান করে পেরেন অভিষেক শর্মা। ১২ বলে ১৫ রান করেন শুভমন গিল। গ্যালারিতে তখন ম্য়াচ দেখছেন সারা তেন্ডুলকর। সূর্যকুমার যাদব (১১ বলে ২৪ রান), তিলক বর্মা (১৬ বলে ২৯ রান), অক্ষর পটেল (১২ বলে ১৭ রান)-রা ঝোড়ো ইনিংস খেললেও ক্রিজে থিতু হতে পারেননি।
তবে ওয়াশিংটন সুন্দর শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করে চাপ কাটিয়ে দেন। তাঁর ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ।
Effective 🤝 Economical
— BCCI (@BCCI) November 2, 2025
For his superb spell of 3⃣/3⃣5⃣, Arshdeep Singh wins the Player of the Match award 🥇
The T20I series is now levelled at 1⃣-1⃣ with 2⃣ matches to go.
Scorecard ▶ https://t.co/X5xeZ0Mc5a #TeamIndia | #AUSvIND | @arshdeepsinghh pic.twitter.com/ZaJaY9T2mz




















