Team India Squad: প্রথম দুই ম্যাচে নেই রোহিত, বিরাট, অস্ট্রেলিয়ার সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা করল বিসিসিআই
IND vs AUS ODI India Squad: বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় ওয়ান ডে দলে ফিরলেন তারকা স্পিনার আর অশ্বিন।
মুম্বই: এশিয়া কাপ জিতে আজই দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS ODI) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। সেই সিরিজের জন্য দল ঘোষণা হয়ে গেল। প্রথম দুই ম্যাচের জন্য রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যদের বিশ্রাম দেওয়া হয়েছে। এই দুই ম্যাচে নেতৃত্বে কেএল রাহুল (KL Rahul)। তবে সিরিজের শেষ ম্যাচ খেলবেন তারকা ত্রয়ী।
প্রথম দুই ওয়ান ডে ম্যাচের জন্য সিনিয়রদের অনুপস্থিতিতে বেশ কিছু তরুণ তুর্কিরা সুযোগ পেয়েছেন। তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, রুতুরাজ গায়কোয়াড়রা বিশ্বকাপের স্কোয়াডে না থাকলেও, তাঁদের এই সিরিজে রাখা হয়েছে। তবে এই দল ঘোষণার পর বর্তমানে সবথেকে বড় হেডলাইন হল বিশ্বকাপের প্রাক্কালে ভারতীয় ওয়ান ডে দলে আর অশ্বিনের (R Ashwin) প্রত্যাবর্তন। ২০২১ সালের ডিসেম্বরে শেষবার ভারতের হয়ে ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন অশ্বিন। তার ২০ মাস পরে ফের একবার জাতীয় দলে ফিরলেন তিনি।
এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন অক্ষর পটেল। তাঁর বদলি হিসাবে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়। ফাইনাল ম্যাচেও খেলেন তিনি। তবে খবর অনুযায়ী সুন্দরের আগে নাকি অশ্বিনকেই বিসিসিআই নির্বাচকমণ্ডলীর তরফে যোগাযোগ করা হয়েছিল। তবে এত দ্রুত ম্যাচ ফিট হতে পারবেন না সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দলে ফিরছেন। ওয়াশিংটন সুন্দরও অবশ্য দলে রয়েছেন। অক্ষর পটেলকে তৃতীয় ম্যাচের স্কোয়াডে রাখা হলেও, সবটাই তাঁর ফিটনেসের উপর নির্ভরশীল। ২২ সেপ্টেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়ার এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আয়োজিত হবে।
প্রথম দুই ম্যাচের জন্য ভারতীয় দল:-
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ
তৃতীয় ওয়ান ডের জন্য ভারতীয় দল:-
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল (ফিটনেসের উপর নির্ভরশীল)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: প্রকাশ্যে এল নিউজ়িল্যান্ডের বিশ্বকাপ জার্সি