NZ ODI WC 2023 Jersey: প্রকাশ্যে এল নিউজ়িল্যান্ডের বিশ্বকাপ জার্সি
New Zealand Cricket Team: বিশ্বকাপের আগেই ২১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে নিউজ়িল্যান্ড।
ওয়েলিংটন: আর মাসখানেকও বাকি নেই। ৫ অক্টোবর থেকেই ভারতের মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ODI World Cup 2023)। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দলই। এরই মাঝে বিশ্বকাপের জার্সি প্রকাশ্যে আনল নিউজ়িল্যান্ড ক্রিকেট দল (New Zealand Cricket Team)। নিউজ়িল্যান্ডের তরফে সোশ্যাল মিডিয়া মারফত তাঁদের বিশ্বকাপ জার্সি প্রকাশ্যে আনা হল।
কিউয়ি দলের তারকা বোলারদ্বয় লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট এবং কিপার-ব্যাটার টম ল্যাথামকে বিশ্বকাপের জার্সি গায়ে দেখা গেল। নিউজ়িল্যান্ডের বিশ্বকাপ জার্সিতেও দলের প্রাথমিক রঙ কালোই রাখা হয়েছে। জার্সিতে রয়েছে বেশ কয়েকটি উলম্ব দাগও। গত বিশ্বকাপে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্ল্যাকক্যাপসকে। এবারের বিশ্বকাপে এক ধাপ এগোনোর লক্ষ্যে নামবেন তাঁরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৫ সেপ্টেম্বর গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধেই মাঠে নামবেন তাঁরা।
Our @cricketworldcup shirt is here!
— BLACKCAPS (@BLACKCAPS) September 18, 2023
Available | https://t.co/KYeMEalVLI#BACKTHEBLACKCAPS #CWC23 pic.twitter.com/hzYjjlmLIm
তবে বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে নিউজ়িল্যান্ড। ২১ সেপ্টেম্বর থেকে সেই সিরিজ শুরু হবে। এই সিরিজে কিউয়ি দলে প্রচুর তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন। দলকে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। খুশির খবর হল এই সিরিজ়ে না থাকলেও, কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন এবং তারকা বোলার টিম সাউদি উভয়েই ব্ল্যাকক্যাপসের বিশ্বকাপ দলে রয়েছেন। মেগা টুর্নামেন্টের আগে বাংলাদেশ সিরিজ জিতে আত্মবিশ্বাস জুগিয়ে নিতেই চাইবেন লকিরা।
বিশেষত ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ১-৩ হারার পর বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হারাতে বদ্ধপরিকর হয়ে মাঠে নামবেন তাঁরা। ইতিমধ্যেই ওপার বাংলায় পৌঁছেও গিয়েছে কিউয়ি দল। সিরিজের তিনটি ম্যাচই ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা হবে। ২৬ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচটি আয়োজিত হবে।
প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই নিউজ়িল্যান্ডের পড়শি দেশ অস্ট্রেলিয়ার আবার উদ্বেগ বাড়ল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। গোটা বিশ্বকাপ থেকে না হলেও, বিশ্বকাপের প্রথমার্ধে খেলতে পারবেন না ট্রাভিস হেড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের দিনই জানিয়ে দিলেন অজ়ি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
প্রোটোরিয়ায় ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ ওয়ান ডে ম্য়াচের ব্যাটিংয়ের সময় প্রোটিয়া ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজ়ার বল হেডের হাতে লাগে। তাঁর হাত যায় ভেঙে। ম্যাকডোনাল্ড জানান যে হেডের বাঁ হাতের জয়েন্ট ভেঙে গিয়েছে, তবে তাঁকে অস্ত্রোপ্রচার করাতে হবে না। অস্ত্রোপ্রচার না করাতে হলেও, হেডের ফিট হওয়ার জন্য প্রায় মাসখানেক সময় লাগবে। তাই আপাতত তিনি বিশ্বকাপের প্রথমার্ধ থেকে ছিটকে গেলেও, আদৌ তাঁর পক্ষে বিশ্বকাপ খেলা সম্ভব হবে কি না সেই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দেশে ফিরলেন চ্যাম্পিয়নরা, মুম্বই বিমানবন্দরে কোহলিদের দেখে জয়োধ্বনি