চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারত ৪৮ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। ভারতের বোলাররা ১৬৭ রানের অল্প পুঁজি নিয়েও দুরন্ত লড়াই চালিয়েছিল।
IND vs AUS: গম্ভীরের 'বিন্দাস' বোলিংয়ের মন্ত্রেই এসেছে সাফল্য, ডেভিডদের আউট করে রহস্য খোলসা করলেন শিবম দুবে
Shivam Dube: গোল্ড কোস্টে জোড়া উইকেট নেওয়ার পর সাংবাদিক সম্মেলনে বোলিং কোচ মর্নি মর্কেলের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেন শিবম দুবে।

গোল্ড কোস্ট: হাতে ছিল ১৬৭ রানের পুঁজি। সেই অল্প রানের পুঁজি নিয়েই দুরন্ত লড়াই চালালেন ভারতীয় বোলাররা। অলরাউন্ড বোলিং পারফরম্যান্সের সুবাদেই ৪৮ রানের বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে (India vs Australia) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত করে টিম ইন্ডিয়া। ম্যাচে দুই উইকেট নেন শিবম দুবে (Shivam Dube)। হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে বল হাতে দুবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সাফল্যও পাচ্ছেন তিনি। তাঁর সাফল্যে কিন্তু কোচ গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) দেওয়া আত্মবিশ্বাসের বড় অবদান রয়েছে।
গোল্ড কোস্টে শিবম দুবে দুই ওভারে ২০ রানের বিনিময়ে দুই উইকেট নেন। ওই দুই উইকেট কিন্তু ম্যাচের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইনফর্ম মিচেল মার্শ এবং বিধ্বংসী টিম ডেভিডকে সাজঘরে ফেরান দুবে। এই দুই ব্যাটারই একা হাতে ম্যাচ বের করে নেওয়ার দমক্ষম রাখেন। তাই ভারতের জয়ে দুবের এই উইকেটগুলির বিরাট ভূমিকা ছিল, তা বলাই বাহুল্য। টিম ডেভিড তাঁকে লম্বা ছক্কা হাঁকানোর পরেও ঘাবড়ে যাননি দুবে। পরের বলেই তাঁকে বাউন্সারে সাজঘরে ফেরান। 'ও আমায় যে ছক্কাটা মারে, সেটা নিঃসন্দেহেই ভাল শট ছিল। তাই বেশি না ভেবে আমি পরের বলে ওপর জোর দিয়েছিলাম।' ডেভিডের উইকেট সম্পর্কে জানান দুবে।
৩২ বছর বয়সি তারকা অলরাউন্ডার এরপরেই জানান কোচ গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদবরা তাঁর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে দিয়েছে যা তাঁকে বল হাতে সাফল্য পেতে সাহায্য করছে। বোলিং কোচ মর্নি মর্কেলও তাঁকে না না তথ্য দিয়ে সবসময় সহায়তা করেন বলেই জানান দুবে।
তিনি বলেন, 'আমি যখন সুযোগ পেয়েছিলাম তখনই বোলিংটা ভাল করার চেষ্টায় ছিলাম। মর্নি, গৌতি ভাই এবং সূর্য আমায় দারুণভাবে পরিকল্পনা তৈরি করে দেন। কোন ট্র্যাকে, কীভাবে বোলিং করব, সেটা ওঁরা আমায় বলে দেন। গৌতি ভাই আমায় খুব ব্যাক করেছেন। ওঁ আমায় বিন্দাস বোলিং করার ভরসা জোগান, বলেন প্রয়োজনে ওঁরা আছেন। বলে আমি যেন নিজের খেলাটা খেলি এবং আজও সেইমতোই খেলি। মর্নিও অনেক ছোট ছোট জিনিস বলে আমায় সাহায্য করেছেন, যার ফলে আমার বোলিংটা একটু উন্নত হয়েছে। আগে আমি অনেক বেশি কিছু করার চেষ্টা করছিলাম, যেটা এখন করছি না। এটা ভাল বিষয়।'
Frequently Asked Questions
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে কত রানে পরাজিত করেছে ভারত?
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে শিবম দুবে কয়টি উইকেট নিয়েছেন?
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে শিবম দুবে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তিনি ইনফর্ম মিচেল মার্শ এবং বিধ্বংসী টিম ডেভিডকে আউট করেছেন।
শিবম দুবে তার বোলিং সাফল্যের কৃতিত্ব কাকে দিয়েছেন?
শিবম দুবে তার বোলিং সাফল্যের কৃতিত্ব কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং বোলিং কোচ মর্নি মর্কেলকে দিয়েছেন। তারা তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছেন।
শিবম দুবে টিম ডেভিডের উইকেট সম্পর্কে কী বলেছেন?
টিম ডেভিড তাকে একটি বড় ছক্কা মারার পর শিবম দুবে ঘাবড়ে না গিয়ে পরের বলেই বাউন্সারে তাকে সাজঘরে ফেরানোর কথা জানান। তিনি বলেন, 'যে ছক্কাটা মারে, সেটা ভাল শট ছিল, তাই পরের বলে আমি ওপর জোর দিয়েছিলাম।'
















