IND vs AUS: ছন্দে থাকাকালীনই টেস্টে সুযোগ দাও, এবার সূর্যকুমারের হয়ে ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Border-Gavaskar Trophy: শ্রেয়স আইয়ারের প্রথম টেস্টে অংশগ্রহণ করা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। তাঁর বদলে কে জাতীয় দলের একাদশে সুযোগ পাবেন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কলকাতা: ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vsAUS) ভারতীয় দলের চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের ফলাফলের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্টের নির্ধারিত হবে। তবে সিরিজের আগে রবীন্দ্র জাডেজা চোট কাটিয়ে জাতীয় দলের অনুশীলনে ফিরলেও, শ্রেয়স আইয়ারের প্রথম টেস্টে অংশগ্রহণ করা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। তাঁর বদলে কে জাতীয় দলের একাদশে সুযোগ পাবেন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
সূর্যর টেস্ট অভিষেক
চোটের কারণেই শ্রেয়সের প্রথম টেস্ট ম্য়াচ খেলা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই ভারতীয় মিডল অর্ডারে একজন ব্যাটারের প্রয়োজন। অনেক বিশেষজ্ঞই সূর্যকুমার যাদবকে (SuryakumarYadav) একাদশে সুযোগ দেওয়ার দাবি করেছেন। গত জানুয়ারিতেই প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন সূর্য। এবার সূর্যর হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। রবিবারই সাংবাদিকদের সামনে কোনও রাখঢাক না করে সৌরভ স্পষ্ট জানিয়ে দেন অজিদের বিরুদ্ধে সূর্যকে সুযোগ দেওয়া উচিত।
ইঙ্গিতপূর্ণ পোস্ট
সৌরভের মতে সূর্য বর্তমানে দারুণ ছন্দে রয়েছেন এবং একজন খেলোয়াড়ের ফর্মের সবসময় সুযোগ নেওয়া উচিত। ভারতেই হচ্ছে আসন্ন বর্ডার-গাওস্কর টেস্ট সিরিজ এবং সেই সিরিজে ফর্মে থাকা সূর্যকুমারকেই তাই দলে দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি সূর্যকুমার যাদবের এক সোশ্যাল মিডিয়া পোস্টেও তাঁর টেস্ট অভিষেক ঘটানোর জল্পনা বাড়ে। গত জানুয়ারিতে প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পান সূর্য। নাগপুরে ভারতীয় অনুশীলনেও দেখা গিয়েছে সূর্যকুমারকে। এবার সম্ভবত জাতীয় টেস্ট দলের হয়ে তাঁর অভিষেকও ঘটতে চলেছে। সূর্যর পোস্ট দেখে অন্তত তেমন আভাসই পাওয়া যাচ্ছে।
Suryakumar Yadav is excited for Test cricket. pic.twitter.com/rBCcKRLzOQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 3, 2023
সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লাল বলের একটি ছবি দিয়েই টেস্ট অভিষেকে জল্পনা উস্কে দিলেন ভারতের তারকা ব্যাটার। সূর্য ভারতীয় দলে সুযোগ পেলে ছয় নম্বরে ব্যাট করতে পারেন। সেক্ষেত্রে কেএল রাহুলকে কিপারের ভূমিকায় দেখা গেলেও যেতে পারে। অবশ্য বিশেষজ্ঞ কিপার হিসাবে ঈশান কিষাণকে খেলানোর বিকল্পও রয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের সামনে। সেক্ষেত্রে সূর্যকুমারের দলে সুযোগ পাওয়াটা একটু চাপেরই হবে বটে।
আরও পড়ুন: পন্থের অনুপস্থিতিতে আসন্ন আইপিএলে দিল্লির অধিনায়কের নাম জানালেন সৌরভ