Vaibhav Suryavanshi: অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে বৈভব সূর্যবংশী, আর কারা পেলেন সুযোগ?
India vs Australia: বুধবার অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

মুম্বই: বুধবার অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ইংল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্সের পর বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) অস্ট্রেলিয়া সফরের জন্যেও দলে নেওয়া হয়েছে। এই সফর তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রতিভা দেখানোর বড় সুযোগ হবে বলেই মনে করা হচ্ছে। আয়ুষ মাত্রেই নেতৃত্বে। বিসিসিআই ১৭ জন খেলোয়াড়কে দলে নির্বাচিত করেছে এবং ৫ জন স্ট্যান্ডবাই প্লেয়ারের নামও ঘোষণা করা হয়েছে।
সেপ্টেম্বরে হতে চলা এই সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৩টি একদিনের ম্যাচ এবং ২টি চারদিনের ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই সফরে শেষ ম্যাচটি ৭ই অক্টোবর থেকে ১০ই অক্টোবরের মধ্যে খেলা হবে।
আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর বৈভব সূর্যবংশীকে ইংল্যান্ড সফরের জন্য বেছে নেওয়া হয়েছিল, যেখানে সে দুরন্ত পারফর্ম করেছিল এবং অনেক রেকর্ড গড়েছিল।
বৈভব সূর্যবংশীর ইংল্যান্ডে কেমন পারফরম্যান্স ছিল?
বৈভব এখনও পর্যন্ত ৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১০০ রান, ৬টি লিস্ট এ ম্যাচে ১৩২ রান এবং ৮টি টি-২০ ম্যাচে ২৬৫ রান করেছে। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ৭টি ম্যাচ (৫টি একদিনের ম্যাচ এবং ২টি টেস্ট) খেলেছিল বৈভব, যেখানে মোট ৪৪৫ রান করে। এর মধ্যে ১৪৩ রানের একটি ঐতিহাসিক ইনিংসও রয়েছে, যা সে মাত্র ৭৮ বলে করেছিল। সেই ইনিংসে বৈভব ১০টি ছক্কা এবং ১৩টি চার মেরেছিল।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত খেলোয়াড়রা
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিংহ (উইকেটরক্ষক), রাহুল কুমার, ডি দীপেশ, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, কিশন কুমার, আর এস অম্বরীশ, কনিষ্ক চৌহান, আনমোলজিৎ সিং, আমন চৌহান, খিলান পটেল ও উধব মোহন।
🚨 NEWS 🚨
India U19 squad for tour of Australia announced.
The India U19 side will play three one-day games and two multi-day matches against Australia's U19 side.
Details 🔽 #TeamIndiahttps://t.co/osIWOaFA12— BCCI (@BCCI) July 30, 2025
ভারত বনাম অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ সময়সূচি
- প্রথম একদিনের ম্যাচ- রবিবার, ২১শে সেপ্টেম্বর
- দ্বিতীয় একদিনের ম্যাচ- বুধবার, ২৪শে সেপ্টেম্বর
- তৃতীয় একদিনের ম্যাচ- শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর
- প্রথম চারদিনের ম্যাচ- ৩০শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর
- দ্বিতীয় চারদিনের ম্যাচ- ৭ই অক্টোবর থেকে ১০ই অক্টোবর




















