Australia Won WTC Final 2023: ফের অধরা খেতাব, অজিদের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২০৯ রানে হারল ভারত
IND vs AUS, WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ ইনিংসে ২৩৪ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস।
লন্ডন: ফের একবার তীরে এসে তরী ডুবল। খেতাব জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল টিম ইন্ডিয়া (Team India)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) ২০৯ রানের বিরাট ব্যবধানে পরাজিত হল ভারতীয় দল। ম্যাচের পঞ্চম দিন বল হাতে জ্বলে উঠবেন নাথান লায়ন। তিন তিনটি উইকেট নেন তিনি। ২৩৪ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস।
চতুর্থ দিনের শেষে বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের ৭১ রানের লড়াকু পার্টনারশিপে ভর করে ভারতীয় দল ম্যাচে কিছুটা ফিরেছিল। দিনশেষে ভারতের স্কোর ছিল তিন উইকেটের বিনিময়ে ১৬৪ রান। জয়ের জন্য পঞ্চম দিনে ৯৭ ওভারে আরও ২৮০ রান তুলতে হত। লক্ষ্য কঠিন হলেও, অসম্ভব ছিল না। দিনশেষে মহম্মদ শামি সাফ জানিয়ে দিয়েছিলেন ভারত ৪৪৪ রান তাড়া করে ঐতিহাসিক ম্যাচ জিততে আত্মবিশ্বাসী। কিন্তু পঞ্চম দিনে আর সেই লড়াইটাই দেখা গেল না।
দিনের শুরুর দিকে ভারতের বড় ভরসা বিরাট কোহলি পঞ্চম স্টাম্পের বলে খোঁচা দিয়ে আউট হন। স্লিপে এক হাতে ঝাঁপিয়ে এক অবিশ্বাস্য ক্যাচ নেন স্টিভ স্মিথ। অর্ধশতরানের দোরগোড়া থেকে ৪৯ রানে ফিরতে হয় কোহলিকে। স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়াকে বড় সাফল্য় এনে দেন। ওই ওভারেরই দুই বলে পর রবীন্দ্র জাডেজাকেও শূন্য রানে ফেরান বোল্যান্ডই। এই দুই বলই ম্যাচের রাশ সম্পূর্ণরূপে অস্ট্রেলিয়ার হাতে তুলে দেয়। ১৭৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সামনে জয়ের পথ ভীষণই কঠিন হয়ে যায়।
প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক ৮৯ রানের ইনিংস খেলা রাহানে টিম ইন্ডিয়ার শেষ ভরসা ছিলেন। তিনিও অর্ধশতরান হাঁকাতে ব্যর্থ হন। ৪৬ রানে তাঁকে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। এরপর ভারতের ম্যাচ জয়ের আশা ক্ষীণ হয়ে যায়। দলের লোয়ার অর্ডারও লড়াইটুকু করতে পারেনি। কেএস ভরত ২৩ রান করেন। প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকানো শার্দুল ঠাকুর তো খাতাই খুলতে পারেননি। ভারতের লোয়ার অর্ডার বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠেন লায়ন। তিনিই আজ তিন তিনটি উইকেট নেন। উমেশ যাদব, মহম্মদ সিরাজও এক রান করে সাজঘরে ফেরেন। শেষমেশ ২৩৪ রানে অল আউট হয়ে ভারতের ইনিংস শেষ হয়।
এই ম্যাচ জিতে নিয়ে অস্ট্রেলিয়া নতুন ইতিহাস রচনা করে। বিশ্বের প্রথম দল হিসাবে টি-টোয়েন্টি ও ৫০ ওভারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সবকয়টি ট্রফিই জিতে নিল অজিরা। দুই বছর আগে মন্থর ওভার রেটের জন্য অস্ট্রেলিয়ার পয়েন্ট কাটা যাওয়ায় তাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়। সেই হতাশা দূর করতে সক্ষম হল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ