IND vs BAN: হিন্দু মহাসভার তরফে বিক্ষোভের ডাক! বদলে যেতে পারে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের ভেন্যু?
Team India: ১৯ সেপ্টেম্বর থেকে ভারত বনাম বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ় শুরু হবে। প্রথম টেস্ট চেন্নাইয়ে এবং দ্বিতীয় টেস্ট কানপুরে আয়োজিত হওয়ার কথা।
নয়াদিল্লি: দীর্ঘ দেড় মাসের বিরতির পর বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের (IND vs BAN) মাধ্যমে টিম ইন্ডিয়া (Team India) আন্তর্জাতিক আঙিনায় ফিরবে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের দুই ম্যাচের লাল বলের সিরিজ়। সেই সিরিজ় শুরুর আগেই বিপত্তি!
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিপকে ওপার বাংলার দলের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত বাহিনী। সিরিজ়ের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আয়োজিত হওয়ার কথা কানপুরে। এই ম্যাচ ঘিরেই সংশয়। কানপুরের ম্যাচে হিন্দু মহাসভা (Hindu Mahasabha) বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করছে। ওপার বাংলায় হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানাতে হিন্দু মহাসভার তরফে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বলে খবর। এই পরিস্থিতির জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড না কি দ্বিতীয় টেস্ট ম্যাচ কানপুর থেকে স্থানান্তরিত করারও চিন্তাভাবনা করছে।
এবিপি লাইভকে বিসিসিআইয়ের গতিবিধির সঙ্গে পরিচিত এক সূত্র জানিয়েছেন এখনও অবধি বোর্ডের তরফে ম্যাচ স্থানান্তকরনের কোনও সরকারি ঘোষণা করা না হলেও, এমনটা হলেও হতে পারে। সেক্ষেত্রে কোথায় ম্যাচটি খেলা হবে? খবর অনুযায়ী কানপুর থেকে সরিয়ে ইনদওরে ম্যাচ আয়োজন করা হতে পারে। হিন্দু মহাসভার বিক্ষোভের বার্তার পরই ভাবনাচিন্তা করছে বিসিসিআই।
অতীতেও কিন্তু অতীতেও গ্বালিয়রে ভারত বনাম বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনে আপত্তি জানিয়েছিল। হিন্দু মহাসভার সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ পিটিআইকে এক সাক্ষাৎকারে ১৪ অগাস্টে জানান, 'বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হানা হচ্ছে। মন্দির ধ্বংস করা হচ্ছে। সেই কারণেই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গ্বালিয়রে ভারত-বাংলাদেশের ম্যাচের বিরোধিতা করা হবে।' শেষমেশ কী হয় সেটাই দেখার।
তবে একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশ কিন্তু ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে প্রবল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। সদ্যই নাজমুল হোসেন শান্তর দল ইতিহাস সৃষ্টি করেছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয় তো বটেই, শান মাসুদদের ঘরের মাঠে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে তাঁদেরই হোয়াইটওয়াশ করেছেন শান্তরা। পাকিস্তান অবশ্য বহুদিন ধরেই নিজেদের ঘরের মাঠে লাল বলের ফর্ম্য়াটে জয়হীন। অপরদিকে, ভারত নিজেদের মাটিতে কার্যত অপ্রতিরোধ্য। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াদের মতো দলগুলিকে মাটি ধরিয়েছেন রোহিতরা। তাই আত্মবিশ্বাসী বাংলাদেশের বিরুদ্ধে খাতায় কলমে কিন্তু ভারতই এগিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অনেক আনক্যাপড ক্রিকেটারের থেকে বেতন কম, কেকেআরের চুক্তি প্রসঙ্গে কী বললেন রিঙ্কু?